বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

মুলেন অয়েল Q (কর্ণ কিউর)

আরোগ্য হোমিও হল / ২৫৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৭:০৮ পূর্বাহ্ন

মুলেন অয়েল Q
Molan Oiel Q

কর্ণ কিউর (কর্ণে ভিতর ব্যাহ্যিক ব্যবহারের জন্য)।
কর্ণ রোগের উৎকৃষ্ট ঔষধ।

ভুমিকা : কর্ণ কিউর একটি বাণিজ্যিক নাম। এটি হোমিপ্যাথিক ওয়েল চিংচার। যা কর্ণ রোগের উৎকৃষ্ট ঔষধ। এটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

উপদান : মুলেন অয়েল এবং অন্যান্য প্রাকৃতিক হার্বসের সমম্বয়ে তৈরি।

কার্যকারিতা : কান পাকা, কানের মধ্যে ফোড়া, কান ব্যাথা এবং কানের যাবতীয় রোগে ইহা দীর্ঘ দিন হতে ব্যবহার হয়ে আসছে। সময় মত চিকিৎসা না করলে কানে বধিরতা হওয়ার সম্ভবনা থাকে।

ব্যাবহার বিধি : শিশু বয়স্ক ব্যাক্তি উভয়ে ব্যবহার করতে পারবে। ড্রপারের সাহায্যে ১ থেকে ২ ফোঁটা করে কানের ভিতর ব্যাহ্যিক ব্যবহার করতে হবে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ব্যাবহার করতে হবে।

সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাইরে, শুস্ক স্থানে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev