বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

রাস টক্স -৬ (বাত, জ্বর ও কোমর বেদনা)

আরোগ্য হোমিও হল / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৮:১৩ পূর্বাহ্ন

রাস টক্স -৬
Rux ToX-6

বাত, জ্বর ও কোমর বেদনার জন্য

ভুমিকা : রাস টক্স – ৬ একটি জেনেরিক নাম। এটি হোমিওপ্যাথিক পটেন্সি ড্রপস। যা বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : রাস টক্স – ৬ এবং অন্যান্য পটেন্সি আইটেমের সমন্বয়ে তৈরি।

কার্যকারিতা : বাত, কোমরে বেদনা ব্যাথার সহিত অঙ্গপ্রত্যাঙ্গে কামড়ানি ও অস্থিরতা থাকে, স্নায়ুশূল, সায়েটিকা, সন্ধিবাত, আমবাত,  শরীরে জ্বরের শীত অবস্থায় কাশি, জ্বরে অনেক সময় পিপাসা কম থাকে। জিহব্বায় অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ,   নানা স্থানে ফোলা, যে কোন রোগ বর্ষায় বৃদ্ধি বিশ্রামে বিদ্ধি,  বাতের বেদনায় অত্যান্ত  রাস টক্স কার্যকর।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরা ১০ থেকে ১৫ ফোঁটা সামান্য পানিসহ দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাইরে, শুস্ক স্থানে রাখুন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev