বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

ওষুধি যত গুণ রয়েছে অ্যালোভেরাতে

আরোগ্য হোমিও হল / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৬:৪৩ পূর্বাহ্ন

ওষুধি যত গুণ অ্যালোভেরাতে 

অ্যালোভেরা বা (ঘৃতকুমারী) এত গুণ রযেছে যা বলা শেষ করা যাবে না। বিশেষ করে এতে রয়েছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ফলিক এসিড, আ্যামিনো এসিড ও ভিটামিন – এ, বি৬ ও বি২ ইত্যাদি যা স্বাস্থ্যরক্ষায় বিভিন্ন কাজে লাগে।

অ্যালোভেরার গুণাগুণ বর্ননা করা হলো :

অ্যালোভেরার মধ্যে যে ঔষুধি গুণ তা সেবনে রক্ত চাপা কাময় এবং রক্তের কোলেস্টেরণ ও চিনির মাত্রা স্বাভাাবিক রাখতে সাহায্য করে।

১/ অ্যালোভেরায় রয়েছে মিনারেল, অ্যামিনো এসিডসহ নানা পুষ্টিকর উপদান আছে যা হাড় ও মাংসপেশিকে শক্তিশালী করতে সাহয্য করে।

২/ অ্যালোভেরা সেবনে দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করে

৩/ অ্যালোভেরা প্রাকৃতিক ঔষধের কাজ করে। বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায়তে সক্ষম অ্যালোভেরা। বিশেষ করে প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যালোভেরা।

৪/ অ্যালোভেরার জুস সেবনে ক্লান্তি দুর করে দেহকে সতেজ রাখে। নিয়মিত অ্যালোভেরার রস সেবন করলে হজম শক্তি বৃদ্ধি পায়। ইহা ছাড়াও পরিপাক তন্ত্রেও নানা জটিলতা সারাতেও সাহায্য করে।

৫/ অ্যালোভেরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যালোভেরা সেবনে দেহে সাদা বøাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে।

৬/ নিয়মিত অ্যালোভেরার রস সেবন করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

৭/ অ্যালোভেরার জুস ওজন কমাতে বেশি কার্যকরী। অ্যালোভেরা জুসের রয়েছে অ্যান্টি-ইনফ্লামেটরি উপদান শরীরের জমে থাকা মেদ দুর করে এবং কোন পাশর্^প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev