বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

মুগাল্লিয (বীর্য্য গাঢ়কারক, যৌনশক্তিবর্ধক)

আরোগ্য হোমিও হল / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫:৩১ পূর্বাহ্ন

মা’জন মুগাল্লিয
Majoon  MUGHALLZ
বীর্য্য গাঢ়কারক, যৌনশক্তিবর্ধক

ভুমিকা : (Introduction) মা’জুনে মুগাল্লিয ইউনানী ঔষধ বিজ্ঞানের একটি অতি খুব কার্যকর বহুল প্রচালিত আধা কঠিন ঔষধ। আরবী শব্দ মুগাল্লিয এর শাব্দিক অর্থ গাঢ় বা ঘনকারী।। পুরেুষের বীর্য্য অতিমাত্রায় ড্রাগ, এলকোহল, টক খাইবার গ্রহনের ফলে লঘু হয় না ঘনত্ব কমে যায়। এই রকম অবস্থায় বীর্য্য দ্রুত ঙ্খলিত হয়ে যায়। মুগাল্লিয ব্যবহৃত উদ্ভিদ, ফলজ ও শাঁকজাত উপাদানসমুহে না রকম কার্যকর উপকার, রেজিন, গঁদ বিদ্যমান থাকায় ইহা সেবনে বীর্য্যে  Viscosity বাড়ায়, দ্রুত বীর্য্যপাত রোধ করে ও যৌন আকাংকা এবং স্থায়ীত্ব বৃদ্ধি করে।

উপাদান (Compositon) :
প্রতি ৫ গ্রামে আছে-
বৈজ্ঞানিক নাম                                   বাংলা/ইউনানী                                  নাম পরিমান
Prunus amygdalus                          মগযে বাদাম শিরীন                            ০.৩ গ্রাম
Cocos mucifera                               মগযে নারজীল তাজা                          ০.২২ গ্রাম
এবং অন্যান্য উপাদান যুক্ত।

রোগ নির্দেশনা (Indication) :
শ্রুক্রতারল্য, শুক্রমেহ, দ্রুত বীর্য্যঙ্খলন।

সেবন বিধি : (Dosage) :
১ -২ চামচ ঔষধ দিনে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযাীয় সব্য।

সর্তকতা : (Preeaution) শিশুদেও নাগালের বাইরে, শীতল ও শুস্ক স্থানে রাখুন।
পার্শ্ব প্রতিক্রিয়া : (Side effects) : নাই।

পারমর্শ (Advise) : অতিরিক্ত টক খাবার, চা, ড্রাগ গহন বর্জনীয়।
পরিবেশনা (Presentation) : ১০০ গ্রাম ও ২৫০ গ্রাম ঔষধ প্লাষ্টিক কন্টেইনারে সরবরাহ করা হয়।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev