শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৪ (ডায়রিয়া)

আরোগ্য হোমিও হল / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮:১৩ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৪ (ডায়রিয়া)
RAX NO – 4 (Kurchi Comp)

মিশ্রণ : Kurchi 6C. Chamomila Amar 30C. Merc Cor 30C. Podophylum 30C. Varatrum Alb 30C.

র‌্যাক্স নং- ৪ (ডায়রিয়া) : শুল বেদনা, খিঁচুনী, অজীর্নতা, গ্যাস, অন্ত্রের প্রদাহ, বিরক্তিকর গন্ধের সাথে পানিবাহিত ডায়রিয়া, তীব্র এবং দীর্ঘকালস্থায়ী ডায়রিয়া, খাওয়ার পর হঠাৎ পায়খানা, অরুচি এবং বমি, ক্রোধ প্রবণতা, ক্ষুধামন্দা, অন্ত্রের ফোলা জায়গা এবং অল্প জ্বর, এ্যালোপ্যাথিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য ডায়রিয়া। র‌্যাক্স নং ৪ সর্বপ্রকার ডায়রিয়া এবং দুর্বলতার জন্য খুবই কার্যকরি।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : RAX NO – 4 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়াদেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়াদেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev