মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

র‌্যাক্স নং- ২১ (উচ্চ রক্তচাপ)

আরোগ্য হোমিও হল / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ২১ (উচ্চ রক্তচাপ)
RAX NO – 21 (Rauwolia Comp)

মিশ্রণ : Rauwolia 6C. Batyta Mur 6C. Belladonna 30C. Cactus 30C. Crataegus Q. Glonoine 30C.

উচ্চ রক্ত চাপের লক্ষণ : উচ্চ রক্তচাপ অর্থ রক্তে চাপের মাত্রা বেড়ে যাওয়া। হৃৎপিন্ডের ভারী বোধ হওয়া। হৃৎপিন্ড অথবা মস্তিস্কের রক্তনালী কঠিন হওয়ার সাথে সংকোচান হয়ে যাওয়া। মস্তিস্কে অস্বাবিক রক্ত সঞ্চয়, ঘূর্ণিরোগসহ মুখমণ্ডল লাল হয়ে যাওয়া, নাড়ির স্পন্দন বেড়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস বেড়ে যাওয়া, ভিত হয়ে যাওয়া এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া। র‌্যাক্স নং ২১ উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখে।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 21 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev