মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৩২ (একজিমা)

আরোগ্য হোমিও হল / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৭:০৩ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৩২ (একজিমা)
RAX NO – 32 (Graphites Comp)

র‌্যাক্স নং- ৩২ মিশ্রণ : Graphites 30C. Dulcamara 30C. Hydrocotyle 2D. Kali Sulph 6C. Petrolum 30C. Sulfur 6D.

র‌্যাক্স নং- ৩২ এলাজির লক্ষণ : একজিমা শুস্ক অথবা আদ্র শরীরের যে কোন জায়গায় হতে পারে। বিষাক্ত রাসায়নিক এর কারণে একজিমা হতে পারে। সাধারণ একজিমা, শুস্ক, কাশি, ফোড়া, পঁচড়া, জ্বালাপোড়া, শুস্ক এবং রুক্ষ চর্ম, একজিমায় পুঁজ এবং লক্ষণ। র‌্যাক্স নং ৩২ একজিমার জন্য উত্তম প্রতিষেধক।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৩২ ঔষধ  সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev