মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৫২ (অতিরিক্ত কোলষ্টরেল)

আরোগ্য হোমিও হল / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:৪০ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৫২ (অতিরিক্ত কোলষ্টরেল)

RAX NO – 52 (Nat Sulf Comp)

র‌্যাক্স নং- ৫২ মিশ্রণ : Nat Sulf 6C. Cholesterium 6C. Fucus 2C, Leptandra 3D. Phosphirus 6C. Pulsatila 6C.

অতিরিক্ত কোলষ্টরেল : রক্তে অতিরিক্ত কোলষ্টরেল এবং উচ্চরক্তচাপ হৃদরোগের কারণ, আর্টরিজ এ রক্ত পাতলা হয়ে যায়, ঘীনভূত তরল পদার্থ, বাহু এবং পা অসাড় হয়ে যায়, ওজন বৃদ্ধি হয়। র‌্যাক্স নং ৫২ অতিরিক্ত কোলষ্টেরল নিয়ন্ত্রণর জন্য উত্তম ঔধষ।

র‌্যাক্স নং- ৫২ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৫২ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া  দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev