র্যাক্স নং- ৫৩ (কোষ্ঠ কাঠিন্য)
RAX NO – 53 (Nux Vomica Comp)
র্যাক্স নং- ৫৩ মিশ্রণ : Nux Vomica 30C. Cardus Mar 6C. Collinsonia 30C. Hydrastis 3D. Mag Phos 30C. Plumbum Met 30C.
কোষ্ঠ কাঠিন্য : শুস্কতার কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। অন্ত্র অকার্যকর অথবা অন্ত্রে প্রদাহ, নিম্ফল মল, শক্ত এবং শুস্ক, কয়েক দিনের মধ্যে পায়খানা না হওয়া, পায়খানার সময় অতিরিক্ত জোর করা এবং গ্যাস বাহির হওয়া। র্যাক্স নং – ৫৩ শুস্কতা কমায়, অন্ত্রকে সচল করে এবং কোষ্ঠকাঠিন্য দুর করে।
সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
পার্শ্ব প্রতিক্রিয়া : র্যাক্স নং – ৫৩ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।