মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৫৪ (পেট ব্যাথা)

আরোগ্য হোমিও হল / ২৮৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪:১১ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৫৪ (পেট ব্যাথা)

RAX NO – 54 (Dioscorea Comp)

র‌্যাক্স নং- ৫৪ মিশ্রণ : Dioscorea 30C. Atropine Sulf 30C. Colocynthis 30C. Lycopodium 30C. Mag Phos 6C. Nux Vomica 30C.

র‌্যাক্স – 54 পেট ব্যাথা : পেট ব্যাথা বিষয়ক, নিত্য কোষ্ঠকাঠিন্যসহ নিরতিশয় যন্ত্রণা, দৃঢ়রুপে ধারণা করা, আকন্ঠ ভোজন করা, খোড়া এবং ছোড়া মারার ব্যাথা, পেট ফাঁপা, অজীর্নতা, গুরুগুরু শব্দ, অরুচি, শূল বেদনার মত অন্ত্রে পাক দেওয়া উপরোন্ত নাভীর মধ্যে ব্যাথা করা। র‌্যাক্স নং ৫৪ শূল বেদনার ব্যাথা উপশ্রমে ব্যবহৃত হয়।

র‌্যাক্স – 54 সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স – 54 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev