মিনিয়েন্থিস (Menyanthes)
চলতি নাম – বাক-বীন (Buck-bean)
ডা: উইলিয়াম বরিক।
বিশেষ প্রকার শিরঃপীড়া ও সবিরাম-জ্বরের ঔষধ। নিন্মোদরে ঠাণ্ডা বোধ। মোচড়ান ব্যথা। টানিয়া ধরা এবং চাপ দেওয়ার ন্যায় অনুভুতি। স্ত্রীলোকদিগের হাত-পা কাঁপে এবং মুত্রাশয় সংক্রান্ত উপদ্রব থাকে। বহুমুত্র।
মস্কক : মস্তক-শীর্ষে প্রচাপন বোধ, হাত দিয়া সজোরে চাপ দিলে উপশম। উপভয় দিক হইতে চাপিয়া ধরার ন্যায় বেদনা। উপরে উঠিবার কালে প্রতি পদক্ষেপে মস্তিস্কোপরি ভারি জিনিষের চাপ বোধ। গ্রীবা হইতে সমগ্র মস্কি-মস্কিকের উপর বেদনা। উপশম- অবনত হইলে এবং বসিলে। বৃদ্ধি – সিড়ি দিয়া উপরে উঠিলে। চোয়ালে চোয়ালে কড় কড় শব্দ, মুখমণ্ডলের পেশীর স্পন্দন।
পাকস্থলী : কোন সময়েই তৃষ্ণা বোধ করে না। রাক্ষুসে ক্ষুধা, কিন্ত আহার করিলেই ক্ষুধার অন্তর্ধান। মাংসে আকাঙ্খা। পাকস্থলীতে শীতলতা বোধ, উহা অম্লনালী পর্যন্ত বিস্তৃত।
উদরগহ্বর : স্ফীত ও পুর্ণ, ধুমপান করিলে বৃদ্ধি। উদরগহ্বরের শীতলতা।
হস্ত-পদাদি : হাত পা বরফের মত শীতল। খিল ধরার ন্যায় ব্যথা। শয়ন করিবামাত্র পদদ্বয় ঝাঁকি দিতে থাকে, সজোরে আক্ষিপ্ত হইতে থাকে।
জ্বর : শীত ভাবই প্রধান, শীত উদর, পদদ্বয় ও নাসিকায় বিশেষভাবে অনুভুত হয়।
উপচয়, উপশম : বৃদ্ধি-ি বিশ্রাম কালে, উপরে উঠিলে।
উপশম : ব্যথিত স্থানে চাপ দিলে, সম্মুখ দিকে অবনত হইলে এবং চলিলে।
সম্বন্ধ : তুলনীয় – ক্যাপিস, পালস, ক্যাল্ক, ফস এসিড, স্যাঙ্গুই।
দোষঘ্ন : ক্যাম্ফার।
মাত্রা : ৩য় হইতে ৩০শ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।