শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

মিলিফোরিয়াম-Milefolium

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
মিনিয়েন্থিস-Menyanthes
হোমিও বই

মিলিফোরিয়াম (Milefolium)

চলতি নাম – ইয়ারো (Yarrow)

ডা: উইলিয়াম বরিক।

নানা প্রকার রক্তস্রাবের জন্য একটি বিশেষ প্রয়োজনীয় ঔষধ। রক্ত উজ্জ্বল লাল। অন্ত্রবৃ্দ্ধি, ইচ্ছা বসন্ত, তৎসহ পাকাশয়গহরে প্রবল বেদনা। পাথুরি রোগে অস্ত্রোপাচারের পরবর্তী উপদ্রব। উচ্চ স্থান হইতে পতনের কুফল। ভারি বস্ত তোলার মন্দ ফল। অবিরাম উচ্চ দৈহিক তাপ। রক্ত বমন।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : ধীরে ধীরে চলিলে শিরঃঘুর্ণন। মনে হয়, সে যেন কোন কথা ভুলিয়া গিয়াছে। মনে হয়, তাহার মস্কক রক্তে পুর্ণ। ঋতুলোপের ফলে তড়কা ও মৃগী রোগ। ছিঁড়িয়া ফেলার মত খোঁচামারা বেদনা।

নাসিকা : নাসাপথে রক্তস্রাব (ইরেকট)। চক্ষু হইতে নাসিকামুল পর্যন্ত পেরেকবিন্ধবৎ বেদনা।

আরও পড়ুন – অতিরিক্ত রক্তস্রাব বা মেনোরেজিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা

মল : অন্ত্র হইতে রক্তস্রাবী অর্শ। রক্তমুত্র (সিনিসিও, অরম)।

স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাব অগ্রবতী, প্রচুর ও দীর্ঘস্থায়ী। জরায়ু হইতে রক্তস্রাব, রক্ত উজ্জ্বল লালবর্ণ এবং তরল। গর্ভকালে যন্ত্রণাদায়ক শিরাস্ফীতি

শ্বাসযন্ত্র : যক্ষ্ণা রোগের মুত্রপাতে রক্তকাশ। ঋতুস্রাব অথবা অর্শস্রাব লুপ্ত হইয়া মুখ দিয়া রক্ত উঠা। প্রবল হৃৎস্পন্দন।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৭১ (রক্তস্রাব)

সম্বন্ধ : তুলনীয় -চিমাফ, সিনিসিও, ইউভা, জিরেনিয়াম, গসিপিয়াম। একালাইফা এবং হ্যালিক্স টোষ্টা – শামুক (রক্তকাশ, বক্ষের রোগ, ক্ষয় রোগ। অধিকন্ত সিকেল, ইপিকাক, ইরেক্ট, জিরেনিয়াম, হ্যামামেলিস।

মাত্রা : মুল অরিষ্ট  হইতে ৩য় শক্তি।

2454

 

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev