মিটচেলা (Mitchella)
চলতি নাম – পাট্রিজ-বেরি (Partridge-berry)
ডা: উইলিয়াম বরিক।
সকল রোগের সঙ্গে, বিশেষতঃ জরায়ুতে রক্তসঞ্চয় রোগ মুত্রধার লক্ষণ সংযুক্ত থাকে।
মুত্রযন্ত্র : মুত্রশয়-গীবার উত্তেজনা, তৎসহ মুত্রত্যাগের বেগ (ইউপে পাপি, এপিস) মুত্রকৃচ্ছ্রতা, মুত্রাশয়ের সর্দিজ অবস্থা।
স্ত্রী-জননেন্দ্রিয় : জরায়ু-গ্রীবা গাঢ় লাল ও স্ফীত। কষ্টরজঃ এবং জরায়ু হইতে রক্তস্রাব, রক্ত উজ্জ্বল লালবর্ণ।
সম্বন্ধ : তুলনীয় – চিমাফ, সিনিসিও, ইউভা, জিরেনিয়াম গসিপিয়াম।
মাত্রা : মুল অরিষ্ট।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।