মেডুসা (Medusa)
চলতি নাম – জেলি-মাছ (Jelly-Fish)
ডা: উইলিয়াম বরিক।
সমস্ত মুখমণ্ডল ফোলা ফোলা, শোথযুক্ত, চক্ষু, নাসিকা, কর্ণ ও ওষ্ঠেরও তদবস্থা।
চর্ম : অসাড়তা, জ্বালা, খোঁচামারা উত্তাপ। ফোস্কার উদ্ভেদ, বিশেষতঃ মুখ, বাহু স্কন্ধ ও স্তনের উপর। আমবাতিক উদ্ভেদ (এপিস, ক্লোরেল, ডালকা)।
স্ত্রী-জননেন্দ্রিয় : স্তন্যদুগ্ধস্রাবী গ্রন্থিসমুহের উপর বিশেষ ক্রিয়া। প্রতিবার প্রসবের পর স্তন্যদুগ্ধের অভাব দেখা দিবার পরেও, ইহা দ্বারা স্তন্যদুগ্ধ সঞ্চার হইয়া থাকে।
সম্বন্ধ : তুলনীয় – পাইরেরেরা, ফাইসেলিয়া (আমবাত), আর্টিকা, হোমার সিপিয়া।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।