মেল বাম সেল (Mel Cum Sale)
লবণমিশ্রত মধু (Honey with Salt)
ডা: উইলিয়াম বরিক।
জরায়ু স্থানচ্যুতি এবং জরায়ু-প্রদাহ-বিশেষতঃ যখন উহার সহিত জরায়ুর আংশিক প্রত্যাবর্তন এবং জরায়ু-গ্রীবার স্ফীতি বর্তমান থাকে। এই ঔষধ নির্বাচন কালে সিদ্ধিপদ লক্ষণ-কটিদেশের এক পার্শ্বের অস্থি হইতে উদরধঃপ্রদেশের উপর দিয়া বেদনা অপর কটি অস্থিতে গতায়াত করে। জরায়ুর স্থানচ্যুতি এবং জনায়ু-প্রদাহ-রোগের সুচনা। মুত্রশয়ে অত্যাধিক পুর্নতা বেদাধ। পৃষ্ঠবংশমুললীয় অস্থি হইতে বিটপদেশ পর্যন্ত বিস্তৃত বেদনা, মনে হয় যেন মুত্রনলীতে বেদনা।
মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ শক্তি। গুহ্যদ্বার এবং ক্রিমির চুলকানিতে মধু ব্যবাহর্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।