শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

ম্যাগ্নেশিয়া কার্বোনিকা-Magnesia Carbonica

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
ম্যাগ্নেশিয়া কার্বোনিকা-Magnesia Carbonica
হোমিও বই

ম্যাগ্নেশিয়া কার্বোনিকা (Magnesia Carbonica)

চলতি নাম – কার্বোনেট অব ম্যাগ্নেশিয়া (Carbonate of Magnesia)

ডা: উইলিয়াম বরিক।

পাকস্থলী ও অন্ত্রের সর্দিজ উপদ্রব ও তৎসহ অম্ল লক্ষণ। পাকস্থলীকে ঠাণ্ডা করাখিবার জন্য যাহারা এই ঔষধ (এলোপ্যাথি মতে) প্রতিনিয়ত ব্যবহার করেন, তাঁহাদের পক্ষে উপযোগী। যে সকল শিশুর সারা গয়ে অম্ল গন্ধ ছাড়ে এবং ফোঁড়া হইবার প্রবণতা থাকে তাহাদের পক্ষে অনেক সময়েই কাজে আসে। যে সকল স্ত্রীলোক জরায়ু পীড়ায় এবং রজঃলোপকালীন উপসর্গে ভাঙ্গিয়া পরিয়াছেন এবং শীর্ণ হইয়া গিয়াছেন। শরীরের বিভিন্ন অংশে অবশতা ও স্ফীতিবোধ এবং স্নায়ুবিক অবসাদ। সমান্য ঝাঁকি লাগা, শব্দ অথবা স্পর্শে কাতর হইয়া পড়েন। চোয়াল সম্বন্ধীয় পীড়া। আঘাত, শোক অথবা মানসিক কষ্টের কুফল। অসাড় ভাব, স্নায়বিক অবসাদ, স্নায়বিক উত্তেজনার পর কোষ্ঠবদ্ধতা, সমান্য স্পর্শও অসহ্য বোধ হয়, চামকিয়া উঠে। ঠাণ্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া অসহ্য বোধ হয়। অত্যাধিক মানসিক দুশ্চিন্তা ও উদ্বেগসহ কোষ্ঠবদ্ধতা ও ভারবোধ। ভয়ানক স্নায়ুশূল।

বায়ো কম্বিনেশন ২৫

মস্কক : যে পার্শ্ব চাপিয়া শয়ন করে, সেই পার্শ্বে খোঁচামারা বেদনা, যেন কেহ চুল ধরিয়া টানিতেছে, মানসিক প্ররিশ্রমে বৃদ্ধি। মস্কক -ত্বকে চুলাকানি আর্দ্র ঋতুতে বৃদ্ধি। দক্ষিণ অক্ষিকোটরের উপরের দিকে বেদনা। চক্ষু সম্মুখে কাল কাল বিন্দু দেখে।

কর্ণ : শ্রবণ শক্তির হ্রাস। বধিরতা হঠাৎ আসে এবং উহার হ্রাসবৃ্দ্ধি হ। বহিঃকর্ণে অবশতা বোধ। মধ্য -কর্ণ প্রসারিত বোধ হয়। মৃদু কর্ণনাদ।

মুখমণ্ডল : একপার্শ্বে ছিন্নকার বেদনা, চুপ করিয়া থাকিলে বৃদ্ধি, রোগী চলিয়া বেড়াইতে বাধ্য হয়। দন্তশূল, বিশেষভাবে গর্ভকালে, রাত্রে বৃ্দ্ধি, ঠাণ্ডায় ও চুপ করিয়া থাকিলে বৃদ্ধি। মনে হয় দাঁতগুলি খুব লম্বা হইয়া গিয়াছে। আক্কেল দাঁত উঠিবার সময় অসুস্থতা (চেইরেন্থাস)। চোয়ালের অস্থিতে বেদনা, বিশ্রামকারৈ ও রাত্রে বৃদ্ধি। চোয়ালের অস্থির স্ফীতি, তৎসহ দপ্ দপ্কর বেদনা, ঠাণ্ডা বাতাস লাগাইলে বৃদ্ধি।

আরও পড়ুন – মুখমণ্ডল (Face )

মুখগহ্বর : রাত্রিকালে মুখ শুকাইয়া যায়। অম্ল আস্বাদ। মুখমধ্যে ফুস্কুড়ি, রক্তাক্ত লালাস্রাব। গলমধ্যে খোঁচামারা ব্যথা, কাশিয়া দুর্গন্ধ মটরের মত ঢেলা বাহির করে।

পাকস্থলী : ফল, অম্লদ্রব্য এবং শাকসব্জ খাইতে চায়। অম্ল উদ্গার এবং তিক্ত বমন। মাংস খাইবার তীব্র আকাঙ্কা।

উদরগহ্বর : গড়্ গড়্ হড়্হড়্ শব্দ। বস্তিপ্রদেশের দিকে টানিয়াধরা বোধ। অত্যান্ত ভাব বোধ, দক্ষিণ শ্রোণিদেশে সঙ্কোচক ও খামচানিবৎ বেদনা।

মল : মলত্যাগের পুর্বে চিন্ চিন্করা ও শূলের ন্যায় বেদনা। মল সবুজ, তরল, ফেনাময়, পচা পুকুরের শেওয়াল মত। রক্তাক্ত আমমিশ্রিত মল। স্তন্যপায়ী শিশুদের অজীর্ণ দুধ বাহ্য হইয়া যায়। মলে টকগন্ধ ছাড়ে তৎসহ কোঁথানি (রিউম)। মানসিক আঘাত অথবা স্নায়ুবিক উত্তেজনার পরবর্তী কোষ্ঠবন্ধতা।

স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাব আরম্ভ হইবার পূর্বে গলা বেদনা। ঋতুর পূর্বে সর্দি ও নাসাবরোধ। ঋতুস্রাব নিয়মিত সময়ের পরে এবং সমান্য মাত্র ঘন, কালবর্ণ, পীচের ন্যায়, প্রদরস্রাবে আম নির্গত হয়। ঋতুস্রাব কেবল নিদ্রার মধ্যে হইতে থাকে, রাত্রিকালে অধিক হয় (এমোন মিউর) অথবা শয়নাবস্থায় হইতে থাকে, কিন্ত চলাফেরা করিলে স্রাব বন্ধ বন্ধ থাকে।

আরও পড়ুন –  যন্ত্রণাদায়ক মাসিক বা ঋতুস্রাবের ব্যথায় হোমিওপ্যাথিক ঔষধ

শ্বাসযন্ত্র : সুড় সুড়করা কাশি, লবণস্বাদ রক্তাক্ত গয়ার। বক্ষে সঙ্কোচক বেদনা, তৎসহ শ্বাসকষ্ট। সঞ্চরণকালে বক্ষে টাটানি বেদনা।

হস্ত-পদাদি : স্কন্ধে ছিন্নকর বেদনা, যেন উহা সন্ধিচ্যুত হইয়া গিয়াছে। দক্ষিণ স্কন্ধ বেনদাযুক্ত, উহা উপর দিকে তুলিতে পারে না (সাঙ্গুই)। সমগ্র শরীরে ক্লান্তি বোধ এবং বেদনা, বিশেষতঃ জঙ্ঘা ও পদদ্বয়ে। হাঁটুর বক্র অংশে বেদনা।

চর্ম : মাটির বর্ণ, ফ্যাকাসে, পার্চমেন্টের মত। শীর্ণতা। হাতে ও অঙ্গুলিতে চুলকানিযুক্ত ফস্কুড়ি। চর্মের নীচে গুঁটি গুঁটি পদার্থ সঞ্চয়। বেদনা। ঠাণ্ডা অসহ্য বোধ হয়।

জ্বর : অপরাহ্রে শীতবোধ। রাত্রিকালে জ্বর। টক গন্ধ তেলের মত ঘর্ম।

নিদ্রা : অতৃপ্ত নিদ্রা, শয়ন করিতে যওয়ার সময় হইতে নিদ্রাভঙ্গের পর অধিক ক্লান্তি বোধ করে।

বৃদ্ধি : বিছানার গরমে, উত্তাপের পরিবর্তনে, শীতল বাতাসে, শীতল আবহাওয়ায়, প্রতি তিন সপ্তাহ পর পর, বিশ্রমে।

আরও পড়ুন – সালফার আয়োড ৩x (চর্মপীড়ায় কার্যকরী)

উপশম : উষ্ণ বাতাসে, খোলা বাতাসে বেড়াইলে।

সম্বন্ধ : দোষঘ্ন  –  আর্স, মার্ক।

অনুপুরক : ক্যামো।

তুলনীয় : রিউম, ক্রিয়াজোট, এলো, চেইরেন্থাস – ওয়াল ফাওয়ার – (বধিরতা, কর্ণস্রাব, আক্কেল দাঁত বহির হইবার উত্তেজনায় রাত্রে নাসিকা অবরুদ্ধ হইয়া যায়)।

মাত্রা : ৩য় হইত ৩০শ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev