ম্যালেন্ড্রিনাম (Malandrinum)
ঘোটক বসন্তের বীজ (Grease in Horses)
ডা: উইরিয়াম বরিক।
বসন্তের ফলপ্রদ প্রতিষেধখ ঔষধ। টিকা দেওয়ার মন্দ ফল (থুজা, সাইলি)। কর্কট রোগ সঞ্চিত পদার্থের অবশেষ নিঃসরণে ফলপ্রদ (কুপার)।
চর্ম : উপর ওষ্ঠে মামড়ী, উহা তুলিয়া ফেলিলে হুলবিদ্ধবৎ যাতনা। কপালে কামড়ানি। হাতে ও পায়ে শুস্কতা, শল্কযুক্ত কণ্ড্রয়নশীল হাজা, শীতকারৈ রোগ দেখা দেয়, ধৌত করিলে বৃ্দ্ধি। পায়ের আঙ্গুলে দগ্ধবৎ এবং তাহাতে প্রবল চুলকানি। অস্থি সদৃশ প্রবর্ধন।
মাত্রা : ৩০শ ও উচ্চতর শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।