বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ম্যান্সিনেল্লা-Mancinella

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
ম্যাগ্নোলিয়া গ্র্যাণ্ডিক্লোরা-Magnolia Grandifiora
হোমিও বই

ম্যান্সিনেল্লা (Mancinella)

চলতি নাম – হিপ্পেমেন- ম্যাঙ্গনীল আপেল (Manganeel Apple)

ডা: উইলিয়াম করিক।

চর্মলক্ষণসমুহ বিশেষভাবে লক্ষণীয়। ত্বকের প্রদাহ, তৎসহ প্রবল ফোস্কাকার পীড়কা-তাহা হইতে চটটটে রস ক্ষরিত হয় মামড়ী পড়ে। যৌবনোদ্গকমালীন ও রজঃলোপকারীন অত্যাধিক কামেচ্ছার সহিত মানসিক অবসাদগ্রস্তা নারীদের রোগে ইহার কথা স্মরণ করিবে (হেরিং)। দৃষ্টিশক্তির লোপ। বৃদ্ধাঙ্গুষ্ঠে বেদনা।

আরও পড়ুন – মানসিক রোগ ও চিকিৎসা

মন : নীরব প্রকৃতি, বিমর্ষতা। পরিবর্তনশীল চিন্তা। আকস্মাৎ চিন্তাশক্তি লোপ পায়। নাজুক। পাগল হইবার ভয়।

মস্তক : মাথা ঘোরা, মস্কক হালকা ও শূন্য মনে হয়। মস্কক-ত্বক চুলকায়। তরুণ রোগের পর চুল পড়িয়া যায়।

নাসিকা : নানাপ্রকার অলীক গন্ধ পায়-যথা, বারুদের গন্ধ, ঔষধের গন্ধ প্রভৃতি নাসিকামুলে চাপ বোধ।

মুখগহ্বর : মরিচের মত স্বাদ। প্রচুর দুর্গন্ধযুক্ত লালস্রাব। মুখে রক্তের আস্বাদ। গলগহ্বর জ্বালা। গলমধ্য ও অন্ননলীর সঙ্কোচনহেতু গিলিতে কষ্ট।

আরও পড়ুন – চর্মপীড়া ও মানসিক লক্ষণ

পাকস্থলী : পাকস্থলী হইতে অবিরত দম আটকানর ন্যায় অনুভুতি। ভূক্তদ্রব্য বমন, তৎপর পেট কামড়ান ও প্রচুর বাহ্য হয়। জ্বালাকর বেদনা ও কাল বমন।

হস্ত-পদাদি : হাতের ও পায়ের বরফবৎ শীতলতা। বৃদ্ধাঙ্গুলিতে বেদনা।

চর্ম : ভয়ানক অহিপুতন ফেস্কার উদ্ভেদ, ছত্রকজাতীয় উদ্ভেদ, ইরি-সিপ্লাস, আগুনে পোড়ার ন্যায় বড় বড় ফোস্কা। মোটা বাদামীবর্ণ মামড়ী এবং চিপিটিকা। নারাঙ্গা।

সম্বন্ধ : তুলনীয় – ক্রোটন, জ্যাট্রোফা, কান্থরিস, এ্যানাকাডি।

মাত্রা : ৬ষ্ঠ হইতে ৩০শ শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev