বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

ম্যাঙ্গিফেরা ইণ্ডিকা-Mangifera Indica

আরোগ্য হোমিও হল / ২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
ম্যাগ্নোলিয়া গ্র্যাণ্ডিক্লোরা-Magnolia Grandifiora
হোমিও বই

ম্যাঙ্গিফেরা ইণ্ডিকা (Mangifera Indica)

চলতি নাম – আম গাছ (Mango tree)

ডা: উইলিয়াম বরিক।

সাধারণভাবে একটি অপ্রবল রক্তস্রাবের ঔষধ – যথা, জরায়ু হইতে মুত্রপথে, পাকাশয় হইতে ফুসফুস হইতে, এবং অন্ত্র হইতে রক্তস্রাব। নাসিকা প্রদাহ, হাঁচি, গলনালীর প্রদাহ এবং অন্যান্য তরুণ গলরোগ – শ্বাসরোধের ভাব- যেন গলনালী বন্ধ হইয়া যাইবে। অন্ত্রের পুরাতন উত্তেজনা, আম ও সৌত্রিক তন্ত্রযুক্ত স্রাব। শিরাস্ফীতি। ঘুম ঘুমভাব। পৈশিক দুর্বলতা, রক্ত সঞ্চালন ক্রিয়ার ক্ষীণতা, পেশীসমুহের শিথিলতা।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ২৩ (রক্ত, চর্মরোগ)

চর্ম : হস্ততালুতে চুলকানি। চর্ম সুর্যোত্তাপে গোড়ার মত, স্ফীত। সাদা সাদা দাগ, অত্যান্ত চুলকানি। ওষ্ঠ ও কর্ণের উপণ্ডগুলি স্ফীত।

সম্বন্ধ : তুলনীয় – ইরিজিরোণ, এপিলোবিরাম।

মাত্রা : মুল অরিষ্ট।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev