রাস গ্ল্যাব্রা (Rhus Glabra)
চলতি নাম – স্মুথ সমাক (Smooth Sumach)
ডা: উইলিয়াম বরিক।
নাসাপথে রক্তস্রাব এবং মস্তকের পশ্চাদ্দিকের শিরঃপীড়া। দুর্গন্ধযুক্ত বাতকর্ম। মুখ-ক্ষত। শূন্য উড়িয়া বেড়াইতেছে – এরুপ স্বপ্ন (ষ্টিক্টা)। দুর্বলতার জন্য প্রচুর ঘর্ম (চায়না)। কথিত হয় যে, এই ঔষধ অন্ত্রের জীবাণু সংক্রমণ এরুপভাবে দুর করে যে অধঃবায়ু ও মল সম্পুর্ণ দুর্গন্ধশূরন্য হইয়া থাকে। ইহা ক্ষত জন্মাইবার প্রবণতাসহ অন্ত্রের বিষাক্ত অবস্থায় উত্তম ক্রিয়া করে।
মুখগহ্বর : স্কাভি রোগ, স্তন্যদাত্রীগণের মুখ-ক্ষত। মুখ-ক্ষতজনিত প্রদাহ।
সম্বন্ধ : কথিত হয়, ইহা পাদ দোষ সংশোধন করে। পারদ ব্যবহারের পরবর্তী সিফিলিসের দ্বিতীয় অবস্থায় ব্যবহার্য।
মাত্রা : মুল অরিষ্ট। সাধারণতঃ কোমণ ও ফোঁপরা মড়ি, মুখের জাড়ি ঘ এবং গলকোষ-প্রদাহে ব্যহিকভাবে ব্যবহৃত হয়। আভ্যন্তরিকভাবে ১ম শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।