বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

রিসিনাস কমিউনিস-Ricinus Communis

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
ম্যাগ্নোলিয়া গ্র্যাণ্ডিক্লোরা-Magnolia Grandifiora
হোমিও বই

রিসিনাস কমিউনিস -বোফারেইরা (Ricinus Communis-Bofareira)

চলতি নাম – ভেরেণ্ডার তৈল (Casror-oil)।

ডা: উইলিয়াম বরিক।

পাকাশয়-অন্ত্রপ্রদেশে বিশেষ ক্রিয়া। স্তন্যকায়িনী রমণীর দুগ্ধ বৃদ্ধি করে। ভেদ ও বমন । অবসন্নতা ও দুর্বলতা।

মস্তক : মাথাঘোরা, মস্ককের পশ্চাদ্দেশে বেদনা, রক্তধিক্য লক্ষণ, কানে ভোঁ ভোঁ করে। মুখমণ্ডল বিবর্ণ, পেশীগুলি উৎক্ষিপ্ত হয।

পাকস্থলী : ক্ষুধামান্দ্য, দারুণ তৃষ্ণা, পাকস্থলীতে জ্বালা, মুখ দিয়া জল উঠা, বমি বমিভাব, প্রচুর বমন, পাকাশয়গহ্বরে স্পর্শকাতরতা। মুখগহ্বর শুস্ক।

আরও পড়ুন – পাকস্থলী সম্বন্ধীয় লক্ষণ (Gastric Symptoms)

উদরগহ্বর : পেটে গড়্ গড়্ শব্দ তৎসহ সরলান্ত্রপেশীর সঙ্কোচন। শূলব্যথা, অবিরত মলবেগসহ উদরাময়। চাউল ধোয়া জলের মত মল, তৎসহ খিলধরা শীতার্ততা।

মল : পাতলা, অবিরাম, বেদনাশূন্য, তৎসহ হস্ত-পদাদির পেশীগুলিতে কষ্টদায়ক খিলধরা। গুহ্যদ্বার প্রদাহিত। মল সবুজ, পিচ্ছিল এবং রক্তাক্ত। জ্বর, কৃশতা এবং নিদ্রালুতা।

সম্বন্ধ : তুলনীয় – রিসোরচিন (গ্রীস্মকালীন আক্রান্তি, তৎসহ বমন। ইহা দ্বারা পচনকারক জীবণু ধ্বংস হয়)। কোলোস টেরাপিনা (পেশীসমুহের আক্ষেপ) আর্স, ভিরেট্রাম।

মাত্রা : ৩য় শক্তি। দুগ্ধস্রাব বৃদ্ধির জন্য প্রতি ৪ ঘন্টা অন্তর ৫ ফোঁটা মাত্রায় এবং বাহ্যিকভাবে ঐ গাছের পত্রে পুলটিস।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev