বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

লরোসিরেসাস-Laurocerasus

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
homoeopathic materia medica
হোমিও বই

লরোসিরেসাস (Laurocerasus)

চলতি নাম – চেরি-লরেল (Cherry-Lanrel)

ডা: উইলিয়াম বরিক।

খুখুসে দমকা কাশিতে এই ঔষধ সময়ে সময়ে ম্যাজিকের ন্যা ক্রিয়া করে, বিশেষতঃ হৃদরোগ্রস্ত ব্যাক্তির। প্রতিক্রিয়ার অভাব, বিমেষতঃ বক্ষ ও হৃৎপিণ্ডের রোগে। পানীয়দ্রব্য গড়গড় করিয়া গলনলী দিয়া পাকস্থলীতে নামে। সর্বাঙ্গীণ শীতলতা, উত্তাপে উপশমিত হয় না। পাকস্থলীতে ভয়ানক বেদনা, কথা বলিতে পারে না। মৃখের মাংসপেশীর ও অম্ননলীর খিচুনি। সদ্যজাত শিশুর নীল রোগ।

বায়ো কম্বিনেশন ২৫

জ্বর : শীতলতা, শীত ও উত্তাপ পর্যয়ক্রমে আসে। বৈকালে মুখের শুস্কতাসহ পিপাসা।

শ্বাসযন্ত্র : নীলরোগ ও শ্বাসকষ্ট, বসিতে গেলে বৃ্দ্ধি। রোগী হৃৎপিণ্ডের উপর হাত দিয়া থাকে। হৃৎপিন্ডের কপাটিকার রোগের সহিত কাশি। পরিশ্রম করিলেই হৃৎপ্রদেশে বেদনা দেখা দেয়। শুস্ক খুকখুকে কাশ, জেলির মত অথবা রক্তাক্ত গয়ের। নাড়ী দুর্বল ও ক্ষুদ্র। ফুসফুসের পক্ষাঘাতের আশঙ্কা। শ্বাস-প্রশ্বাসের জন্য খাবি খায়, হৃৎপ্রদেশে চাপিয়া ধরে।

আরও পড়ুন – শ্বাসযন্ত্রের পীড়া (Respiratory Organ)

হৃৎপিণ্ড : মাইট্রাল ভালভের রক্ত উদ্গ্রীরণ। হৃৎপ্রদেশ চাপিয়া ধরা বোধ এবং ধড়ফড়ানি। সদ্যজাত শিশুর নীল রোগ।

হস্ত-পদাদি : হস্ত ও পদাঙ্গুলির নখ শক্ত ও গাঁট গাঁট। চর্ম নীলবর্ণ। উরু, পদ ও গোড়ালিতে মচকিয়া যাওয়ার ন্যায় বেদনা। পদদ্বয় ও পদতল শীতল, চটচটে ঘর্মযুক্ত। আঙ্গুলের অগ্রভাগগুলি মুণ্ডরের মত গোলাকার। হাতের শিরাগুলি স্ফীত।

আরও পড়ুন – স্ট্রন্টিয়াম আয়োডাটাম ৬X (আঘাত, রক্তপাত, বুক ধড়ফড়, হৃৎপিণ্ডের সমস্যায় কার্যকর)

সম্বন্ধ : তুলনীয় – হাইড্রোসিয়ানিক এসিড, ক্যাম্ফার, সিকেল এমোন কার্ব, এম্ব্রা।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি। চেরিলরেল ওয়াটার ২ হইতে ৫ বিন্দু মাত্রায়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev