সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

লিথিয়াম কার্বোনিকাম-Lithium Carbonicum

আরোগ্য হোমিও হল / ১১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
লরোসিরেসাস-Laurocerasus
হোমিও বই

লিথিয়াম কার্বোনিকাম (Lithium Carbonicum)

চলতি নাম- কার্বনেট অব লিথিয়াম (Carbonate of Lithium)

ডা: ইউলিয়াম বরিক।

হৃৎপীড়াসহ পুরাতন বাত এবং ক্ষীণদৃষ্টি রোগে এই ঔষধটি কাজে আসে। বাতগুরি। মুত্রে সহিত ইউরিক এসডি নির্গমন প্রবণতা। সারাদেহে ব্যথা। গেঁটে বাত ওগ গ্রন্থিস্থানে উউরেট জমা।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : টান পড়া ভাব – যেন কিছু বাঁধা রহিয়াছে। বসিয়া থাকিলে এবং ঘরের বাহিরে গেলে উপশম। হাহ্যিক স্পর্শদ্বষ। আহারকালে শিরঃপীড়া থাকে না। কম্পন ও দপদপানি। হৃৎপিণ্ডে বেদনা। উহা মস্কক পর্যন্ত প্রসারিত হয়। মাথা ঘোরে, তৎসহ কর্ণনাদ। উভয় গণ্ডস্থল তুষের মত শুস্ক শল্কে ভত্তি।

চক্ষু : অর্ধদৃষ্টি, দক্ষিণ অধাংশ দেথিকে পায় না। আলোকাতঙ্ক। চক্ষুর উপরে বেদনা। চক্ষুর পাতা শুস্ক। পড়িবার পর চক্ষুতে বেদনা।

পাকস্থলী : অম্লত্ব, বিবমিয়া, আহার করিলে পাকস্থলীর খামচানি বেদনার উপশম হয় (এনাকার্ড)। মামান্য মাত্র পাপড়ের স্পর্শও সহ্য করিতে পারে না (ল্যাকে)।

মুত্র : কোঁথানি, ঘোলাটে মুত্র তৎসহ শ্লোম্মা ও লালর্ব তলানি। দক্ষিণ মুত্রগ্রন্থিতে বেদনা। বর্ণহীন অবাধ মুত্র। মুত্রত্যাগ কালে হৃৎপিণ্ডে চাপ বোধ। তরুণ ও পুরাতন মুত্রশায় প্রদাহ।

আরও পড়ুন – মুত্র যন্ত্রের ক্যানসার

শ্বাসযন্ত্র : বক্ষে সঙ্কোচন বোধ। শয়নাবস্থায় প্রবল কাশি। গৃহীত শ্বাস বাযু, শীতল বোধ হয়। স্তনগ্রন্থিতে বেদনা, ঐ বেদনা বাহু ও অঙ্গুলি পর্যন্ত বিস্তৃত হয়।

হৃৎপিণ্ড : হৃৎপ্রদেশে আমবাতিক বেদনা। হৃৎপিণ্ডে অকস্মাৎ ঝাঁকি দিয়া উঠে। দপ দপ করে এবং হৃৎপিণ্ডে  অপ্রবল খোঁচামারা বেদনা। ঐ বেদনা মুত্রত্যাগের পূর্বে অধিক এবং মুত্রত্যাগের পর উপশমিত হয়। হৃৎপ্রদেশে কম্পন ও বটপটানি, উহা পৃষ্টে পর্যন্ত বিস্তৃত হয়।

মুত্রযন্ত্র : মুত্রধারে বেদান, দক্ষিণ মুত্র গ্রন্থিতে এবং মুত্রবহানালীতে বেদনা। ঘোলাটে মুত্র, তৎসহ শ্লেম্মা, অম্ল ও কালবর্ণ মুত্র বিদাহী সাদা তলানিযুক্ত।

হস্ত-পদাদি : নিন্মাঙ্গ ব্যাপিয়া পক্ষাঘাতিক আড়ষ্টতা। গ্রন্থিস্থানে চুলকানি। স্কন্ধসন্ধি, বাহু আঙ্গুল এবঙ সাধারণতঃ ক্ষুত্র ক্ষুদ্র গ্রন্থিতে বাত রোগজ বেদনা। পায়ের পাতার মধ্যেস্থান হইতে হাঁটু পর্যন্ত পর্যন্ত বিস্তৃত বেদনা। হস্তাঙ্গুলি পাদঙ্গুলির সন্ধিসমুহ স্ফীত ও স্পর্শকাতর, গরম জলে উপশম। গ্রন্থিসমুহে বাতগুটি। চলিবার সময় গোড়ালিতে বেদনা।

আরও পড়ুন – বায়ো-কম্বিনেশন ২০ (চর্ম, ত্বক, ব্রণ, হারপিস)

চর্ম : হাতে, মস্তকে ও গণ্ডস্থলে দশ্রুর মত পীড়াকা ও খোস, পীড়াকা বাহির হইবার পূর্বে স্থানটি লাল ও কর্কশ হইয়া উঠে। মৃদু খোঁচামারা বেদনা, ক্রমে চুলকানিতে পনিণত হয়। ক্ষৌর কণ্ডু (উচ্চ শক্তি ও চুলকানিযুক্ত)।

উপচয়, উপশম : বৃদ্ধি – প্রাতঃকালে, দক্ষিণ দিকে।

উপশম : উঠিলে এবং চলিয়া বেড়াইলে।

সম্বন্ধ : তুলনীয় – লাইকো, এমোন ফস, বেঞ্জুয়িক এসিড, কাল্ক, লিথিয়াম ক্লোর  (সিঙ্গোনা বিষাক্ততার লক্ষণ, যথা-মাথা ঘোরা, মাথার পুর্ণতা বোধ, অস্পষ্ট দৃষ্টি, কর্ণনাদ, দৃশ্যমান কম্পন এবং সর্বাঙ্গীণ দুর্বলতা, পৈশিক ও সর্বাঙ্গীর অবসাদ। নাসিকা টাটান, বুক জ্বালা এবং সর্বাঙ্গীণ দুর্বলতা, পৈশিক ও সর্বাঙ্গীণ অবসাদ। নাসিকা টাটান, বুকজ্বালা এবং দন্তে বেদনা)। লিথিয়াম ল্যাকটিকাম (স্কন্ধের বাত, ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধিতে বেদনা, নড়াচড়া করিলে উপশম, বিশ্রাম কালে বৃদ্ধি)। লিথিয়াম বেঞ্জুয়িকাম  (কটিদেশের গভীর অংশে বেদনা, পৃষ্ঠের নিন্মাংশে বেদনা, মুত্রাশয় স্থানে অস্বস্থি। মুত্রাধরের উত্তেজনা। পিত্ত শিলা। পুনঃপুনঃ মুত্রবেগ। ইহাতে ইউরিক এসিড সঞ্চয় হ্রাস পায়)। লিথিয়াম ব্রোমেটাম (মস্তকে রক্ত সঞ্চয়, সন্যাস রোগ সম্ভবনা, অনিদ্রা এবং মৃগীরোগ।

মাত্রা : ১ম হইতে ৩য় বিচুর্ণ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev