শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

লেপ্টেন্ড্রা-Leptandra

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
লিডাম পাল-Ledum Pal
হোমিও বই

লেপ্টেন্ড্রা (Leptandra)

চলতি নাম – কালভার্স রুট (Culver’s)

ডা: ইউলিয়াম বরিক।

যকৃতের ঔষধ, তৎসহ পাণ্ডুরোগ এবং আলকাতরার মত কাল মল। পিত্ত- প্রধান অবস্থা। ফুসফুসের রক্ত সঞ্চালন ক্রিয়া দুর্বল। ম্যালেরিয়া রোগ-জীর্ণ ব্যাক্তি।

মস্তক : সম্মুখ কপালে অপ্রবল বেদনা, শিরঃঘূর্ণন, তন্দ্রাভাব এবং অবসাদ। চক্ষুতে খোঁচামারা বোধ এবং বেদনা।

পাকস্থলী : জিহ্বা হরিদ্রাবর্ণ লেপ। পাকাশয়ে ও অন্ত্রে দারুণ অস্বস্তি, তৎসহ মলবেগ। যকৃতস্থানে বেদনা, উহা মেরুদণ্ডে পর্যন্ত বিস্তৃত হয়। মেরুদণ্ডে শীত শীতবোধ।

আরও পড়ুন – পাকস্থলী সম্বন্ধীয় লক্ষণ (Gastric Symptoms)

মল : প্রচুর কাল দুর্গন্ধযুক্ত মল, তৎসহ নাভিদেশে বেদনা। রক্তস্রাবী অর্শ। টাইফয়েড রোগে কাল হয় এবং আলকাতরার মত দেখায়। কামলা রোগসহ কদার বর্ণের মত মল। অর্শরোগসহ গুহ্যদ্বারের বহিনির্গমন। গুহ্যদ্বারপথে রক্তস্রাব।

সম্বন্ধ : তুলনীয় – পডো, আইরিস, ব্রায়ো, মার্ক, টিলিয়া, মাইরিকা।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev