শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

লোবারাকস সলিউশন-Labarraque’s Solution

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
লিডাম পাল-Ledum Pal
হোমিও বই

লোবারাকস সলিউশন (Labarraque’s Solution)

অপর নাম – নেট্রাম কোলারেটাম (Natrum Chloratum)

ডা: ইউলিয়াম বরিক।

জরায়ু ও উহার বন্ধনীসমুহে রক্ত সঞ্চয় ও ক্রিয়ারাহিত্য, তৎসহ যকৃত রোগে। মধ্যেকর্ণের পুরতান সর্দিজ রোগ। থলথলে, দুর্বদেহ ব্যাক্তি। প্রাতকালৈ উভয় হস্ত ফুলিয়া থাকে। শ্লেম্মাপ্রধান শরীল। অবসাদগ্রাস্ত ও মুর্ছাপ্রবণ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

মস্কক : শিরঃঘুর্ণন, তৎসহ কপালে আড়াআড়িভাবে বেদনা। সাঁতরানর মতা অনুভূতি যেন মস্তকটি-শীর্ষটি ভাসিয়া চলিয়া যাইবে। নাসিকা হইতে চাপ চাপ রক্তস্রাব।

মুখগহ্বর : জিহ্বার দুই পার্শ্বে এবং গলদেশে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে প্রদাহযুক্ত ক্ষত মাড়িতে ক্ষত, জিহ্বা স্ফীত মুখ ক্ষত। পচা স্বাদ, জিহ্বা কণ্টকযুক্ত,

পাকস্থলী : আহারের পর নিদ্রালুতা।

আরও পড়ুন – জরায়ু ইনফেকশনের কারণ, লক্ষণ, করনীয় কী?

মুত্র : ঘোরাল, এলবুমেন এবং তলানিযুক্ত। বিচ্ছিন্ন বৃক্কক-প্রদাহ। পৃষ্ঠের নিন্মভাগে অত্যান্ত বেদনা।

স্ত্রী-জননেন্দ্রিয় : বসিলে মনে হয় যে জরায়ু উপদিকে ঠেলিয়া উঠিতেছে (ফেরম আয়োড), মনে হয় যেন, উহা একবার খুলিতেছে, একবার বন্ধ হইতেছে প্রবল রক্তস্রাব। প্রদরস্রাব এবং পৃষ্ঠবেদনা। জরায়ু ভারি হইয়া যেন ঝুলিয়া পড়িতেছে-এইরুপ অনুভুতি। তলপেট ভারি, ফোলা-যেন বাহির হইয়া পড়িবে। প্রসবান্তে জরায়ুর সম্পর্ন প্রত্যাবর্তন।

আরও পড়ুন – সালোলাম ৩X (মুত্র ও মুত্রনালীতে কার্যকর)

হস্ত-পদাদি : প্রত্যহ প্রাতে হস্তদ্বয় ফুলিয়া উঠে। গোড়ালি ও জানুদ্বয়ে অত্যান্ত দুর্বলতা।

সম্বন্ধ : তুলনীয় – অরম মিউর নেট, ক্যাল্ক, সিপিয়া, হেলিওট্রপিয়াম (জরায়ুচ্যুতি, তৎসহ প্রবল নিন্মদিকে ঠেলামরা চাপ, স্বরভঙ্গ, ঝিল্লীযুক্ত কষ্টরজঃ)।

দোষঘ্ন : পালস, গুয়াইয়াকাম।

মাত্রা : লেবারাক্স সলিউশন ১৫ হইতে ২০ ফোঁটা জলের সহিত। জল মিশ্রিত এলকোহলে প্রস্তত ৩য় শক্তি, জলে প্রস্তুত নিন্মতর শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev