বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

লোনিসেরা জাইলষ্টিয়াম-Lonicera Xylosteum

আরোগ্য হোমিও হল / ৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
লিনেরিয়া-Linaria
হোমিও বই

লোনিসেরা জাইলষ্টিয়াম (Lonicera Xylosteum)

চলতি নাম – ফ্লাই-উডবাইন (Fly-woodbine)

ডা: উইলিয়াম করিক।

তড়কা লক্ষণ। মুত্র বিকারে তড়তা। মুত্রে অণ্ডলালা। উপদংশ।

মস্তক : মস্তক ও বক্ষে রক্ত সঞ্চয়। অচৈতন্যাবস্থা। এক চক্ষুতারার সঙ্কোচন, অপরটির প্রসারণ। গভীর নিদ্রা, চক্ষু অর্ধ উম্মীলিত। মুখমণ্ডল লালবর্ণ।

আরও পড়ুন  – সায়াটিকা ও পক্ষাঘাত জনিত মানসিক লক্ষণ

হস্ত-পাদাদি : হস্ত-পদ ঝাঁকি দিয়া উঠে। সর্বঙ্গীণ কম্পন। প্রবল আক্ষেপ। পক্ষাঘাতগ্রস্তের ন্যায় হাত, পা মস্কক ঝুলিয়া পড়ে। নিন্মশাখা শীতল। শীতল ঘর্ম।

সম্বন্ধ : তুলনীয় – লোনিসেরা পেরিসাইলমেনাম – হানিসাকল (উগ্র মেজাজ, ভয়ানকভাবে ক্ষেপিয়া উঠে (ক্রেকাস)।

মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev