শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

ল্যাকটিকাম এসিডাম-Lacticum Acidum

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:০৩ অপরাহ্ন
ল্যাকেসিস-Lachesis
হোমিও বই

ল্যাকটিকাম এসিডাম (Lacticum Acidum)

চলতি নাম – ল্যাকটিক এসিড (Lactic Acid)

ডা: ইউলিয়াম বরিক।

প্রাতঃকালীন বমন, বহুমুত্র এবং বাতরোগ এই ঔষধটির অধিকারভুক্ত। বক্ষদেশের উপসর্গ। স্বরযন্ত্রের যক্ষারোগজ ক্ষতে বাহ্যিকভাবে ব্যবহার্য।

পাকস্থলী : জিহ্বা শুস্ক, পোড়া পোড়া। তৃষ্ণা, রাক্ষুসে ক্ষুধা। মুখক্ষত, প্রচুর লালা এবং মুখ দিয়া জল উঠা। বমি বামি ভাব প্রাতঃকালীন বম বিশেষতঃ আহারে উপশম। পাকস্থলী হইতে উষ্ণ জ্বালাকর গ্যাস গলা পর্যন্ত উঠিয়া আসে, তহাতে প্রচুর চটচটে শ্লেম্মা উঠে, তামাক খাইলে বৃদ্ধি।

আরও পড়ুন –  গ্যাসফ্রো সিরাপ (বদহজম, পেটফাঁপা ও পাকস্থলীর ব্যথায় কার্যকর)

গলগগ্বর : পুর্ণতাবোধ অথবা একটা বায়ুপুর্ণ বগলে অনুভুতি। অবিরত ঢোক গেলে। গলদেশের নিন্মে সঙ্কোচন বোধ।

বক্ষদেশ : স্তনে বেদনা, তৎসহ বগলের গ্রন্থির বিবর্ধন এবং বেদনা হাত পর্যন্ত বিস্তৃত হয়

হস্ত-পাদাদি : সন্ধিস্থলে, কাঁধে, হাতের কব্জিতে, হাঁটুতে বাতের বেদনা, তৎসহ যথেষ্ট দুর্বরতা। চলিবার সময় সমস্ত দেশ বাঁপিতে থাকে। অঙ্গ-প্রত্যাঙ্গে শীত শীতভাব।

মুত্র : পুনঃপুনঃ ও প্রচুর পরিমাণে মুত্রস্রাব। মুত্রে শর্করা।

আরও পড়ুন – ব্রেস্ট বা স্তন টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা

সম্বন্ধ : তুলনীয় – সার্কোল্যাকটিক এসিড (অপর নাম লিথিয়া) ফস ফরিক এসিড।

মাত্রা : ৩য় হইতে ৩০শ শক্তি। এক গ্লাস জলে ৬ হইতে ১০ বিন্দু ঔষধ মিশাইয়া তরুণ পাকাশয়ে -অন্ত্রপ্রদাহ ব্যবহার করিবে (ক্যাটিয়ার)।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev