শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

ল্যাকটুকা ভিরোসা-Lactuca Virosa

আরোগ্য হোমিও হল / ২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৫২ অপরাহ্ন
ল্যাকেসিস-Lachesis
হোমিও বই

ল্যাকটুকা ভিরোসা (Lactuca Virosa)

চলতি নাম – কটু লেটুস (Acrid Lettuce)

ডা: ইউলিয়াম বরিক।

এই ঔষধটি বিশেষ ভাবে মস্তিস্ক ও রক্তসঞ্চালনতন্ত্রের উপর ক্রিয়া করে। মদাতায়, তৎসহ অনিদ্রা, শীতলাতা ও কম্পন। বক্ষে জলসঞ্চয় ও সর্বাঙ্গীণ শোথ। ধ্বজভঙ্গ। সারাদেহে, বিশেষতঃ বক্ষে লঘুত্ব ও টান টান বোধ। ইহাকে একটি স্তন্যনিঃসারক ঔষধ বলিয়া মনে করা হয়। হস্ত-পাদাদির উপর ইহার বিশেষ ক্রিয়া আছে।

বায়ো কম্বিনেশন ২৫

মন : বুদ্ধিবৃদ্ধির জড়তা। অতীব অস্থিরতা।

মস্তক : নিস্তেজ, ভারি, বিভ্রান্ত এবং ঘুর্ণায়মান। মুখমণ্ডলে উত্তাপ বোধ এবং শিরঃপীড়া, তৎসহ সর্বাঙ্গীন শীতলাতা। শ্বাসযন্ত্রের পীড়াসহ শিরঃপীড়া।

উদরগহ্বর : চাপ ও পুর্নতাবোধ, পেট ডাকা, প্রচুর বায়ুনিঃসরণ। ভোরের সময় শূলবেদনা, তলপেট কঠিন, বায়ূনিঃসরণ ও মলত্যাগে উপশম হয়।

বক্ষদেশ : কষ্টকর শ্বাসক্রিয়া। বক্ষে শোথহেতু শ্বাসরোধক নিঃশ্বাস। অবিরত সুড়সুড়িযুক্ত কাশি। অবিরত আক্ষেপিক কাশি- যেন বক্ষদেশ খণ্ড খণ্ড হইয়া ভাঙ্গিয়া পড়িবে। বক্ষের নিন্মভাগে মোচড়ান বোধ।

আরও পড়ুন – ঋতুস্রাব সমস্যা প্রতিকারে হোমিওপ্যাথিক চিকিৎসা

স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাব বৃদ্ধি করে। স্তনে দুগ্ধ বৃদ্ধি করে ( এসাফটিডা)।

নিদ্রা : অস্থির, নিদ্রা যাইতে পারে না। গভীর অজ্ঞানের মত নিদ্রা ।

হস্ত-পাদাদি : বামদিকে উরু হইতে নিন্মদিকে খঞ্জতা বোধ, চলিতে গেলে বৃদ্ধি। পা ও পায়ের পাতায় শীতলতা অবশভাব। হস্ত ও বাহুদ্বয়ের কম্পন। জঙ্ঘাস্থিতে খিল ধরা, উহা পদাঙ্গুলি ও পায়ের পার্শ্বে গোড়ালি পর্যন্ত বিস্তৃত হয়।

আরও পড়ুন –  আর ৪৬ (সামনের বাহু এবং হাতের বাতজনিত রোগ) 

সম্বন্ধ : দোষঘ্ন – এসেটিক এসিড, কফিয়া।

তুলনীয় : নোবেলাস, অপর নাম –  সার্পেন্টারিয়া, ব্যাটেন স্নেক রুট, সাদা লেটুস – ল্যাকটুকা সদৃশ ঔষধ (পুরতান অতিসার, আহারের পর বৃদ্ধি, রাত্রে  বৃদ্ধি, ভোরের দিকে বৃদ্ধি। উদরগহ্বর এবং সরলান্ত্রে বেদনা, শীর্ণতা। কোষ্ঠবদ্ধতা ও নিদ্রাবল্য , অপরের অনুভুতি নিজের মধ্যে গ্রহণ করে। অগ্নিমান্দ্য, তৎসহ অম্ল ও জ্বালাকর উদ্গার। প্রদারস্রাব, তৎসহ জরায়ুমধ্যে দপদপানি), ল্যাকে, ক্যালি কার্ব, স্পাইরেন্থিস (স্তন্য নিঃসারক ঔষধ)।

মাত্রা : মুল অরিষ্ট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev