লোনিসেরা জাইলষ্টিরাম (Lonicera Xylosteum)
চলতি নাম – ফ্লাই উডাবাইন (Fly Woodbine)
ডা: ইউলিয়াম বরিক।
তড়কা লক্ষণ। মুত্র বিকারে তড়কা। মুত্র অণ্ডলালা। উপদংশ।
মস্তক : মস্কক ও বক্ষে রক্ত সঞ্চয়। অচৈতন্যাবস্থা। এক চক্ষুতারার সঙ্কোচন, অপরটির প্রসারণ। গভীর নিদ্রা, চক্ষু অর্থ উম্মীলিত। মুখমণ্ডল লালবর্ণ।
হস্ত-পাদাদি : হস্ত-পদ ঝাঁকি দিয়া উঠে। সর্বাঙ্গীণ কম্পন। প্রবল আক্ষেপ। পক্ষাঘাতগ্রস্তের ন্যায় হাত, পা ও মস্কক ঝুলিয়া পড়ে। নিন্মশাখা শীতল। শীতল ঘর্ম।
সম্বন্ধ : তুলনীয় – লোনিসেরা পেরিসাইলমেনাম-হানিসাকল, উগ্র মেজাজ, ভয়ানকভাবে ক্ষেপিয় উঠে (ক্রোকাস)।
মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।