সলিডাগো ভির্গা (Solidago Virga)
চলতি নাম – গোণ্ডেন রড (Golden rod)
ডা: ইউলিয়া বরিক।
এই পুস্পের পরাগ আঘ্রাণ করিলে যক্ষা রোগীর ফুসফুস হইতে রক্তস্রাব হয়। যক্ষা রোগে পুনঃপুনঃ সদির আক্রামণ (2x)। দুর্বলতা বোধ, শীত শীতভাব ও উত্তাপ পর্যায়ক্রমে দেখা দেয়, নাসিকা ও গলকোষ সংক্রান্ত সর্দি, গলার ভিতর জ্বালা, অঙ্গ-প্রত্যাঙ্গ বেদনা এবং বক্ষকোটরে চাপ বোধ। মুত্রগ্রন্থিস্থানে বেদনা এবং মুত্রকৃচ্ছতা। মুত্রগ্রন্থিতে চাপ সহ্য হয় না। মুত্রে এলবুমেন। সলিভাগো ফুলের গন্ধ হইতে প্রতিশ্যায় লক্ষণ জ্বর। এই ক্ষেত্রে ৩০ বা উর্ধ্বতর শক্তি ব্যবহার করিবে।
চক্ষু : স্ফীত, জলপুর্ণ জ্বলাকর এবং হুলবিদ্ধবৎ বেদনাযুক্ত।
নাসিকা : প্রচুর শ্লেম্মা ক্ষরণহেতু নাসারুদ্ধ উপদাহিত হয়। থাকিয়া থাকিয়া হাঁচির আবেশ আসে।
পাকস্থলী : তিক্ত আস্বাদ, বিশেষতঃ রাত্রে, জিহ্বায় লেপ, তৎসহ অতি অল্প, পিঙ্গলবর্ণ, অম্ল মুত্র।
শ্বাসযন্ত্র : ব্রঙ্কাইটিস, প্রচুর পুঁজময় শ্লেম্মা উঠে। শ্লেম্মার রক্তের ছিট, শ্বাসক্রিয়া কষ্টকর। অবিরত শ্বাসকৃচ্ছতা। হাঁপানি, তৎসহ রাত্রে মুত্রকৃচ্ছতা।
স্ত্রী-জননেন্দ্রিয় : জরায়ুর বিবর্ধন, মুত্রাশয়ের উপর জরায়ুর চাপ পড়ে। তন্তময় অর্বুদ।
মুত্র : অল্প, লালাভ-পিঙ্গলবর্ণ, ঘন তলানিযুক্ত মুত্রকৃচ্ছতা। মুত্রপাথারি। কষ্টকৃত ও স্বল্প মুত্র। মুত্রে এলবুমেন, রক্ত এবং চট্চটে পদার্থ। মুত্রগ্রন্থিতে বেদনা, উহা তলপেট ও মুত্রশয় পর্যন্ত বিস্তৃত হয় (বার্বে)। পরিস্কার ও দুর্গন্ধযুক্ত মুত্র। অনেক ক্ষেত্রে ইহাতে ক্যাথিটার প্রয়োগের অবশ্যক হয় না।
পৃষ্ঠদেশ : মুত্রগ্রন্থিতে রক্তসঞ্চয়হেতু পৃষ্ঠবেদনা (সেনেসিও আর)।
চর্ম : দাগ দাগ, বিশেষতঃ নিন্মাঙ্গে। চুলকানি। নিন্মাঙ্গে চর্মপুস্পিকা, তৎসহ মুত্রযন্ত্র সঙক্রান্ত উপদ্রব, শোথ এবং পচা ক্ষত জন্মাইবার আশঙ্কা।
সম্ভন্ধ : আয়োডোফর্ম 2x সলিডাগোর বিষক্রিয়া দুর করে। আর্সেনিক (মুত্রগ্রন্থিস্থানে বেদনা)।
মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি। সলিডাগো তৈল ১ আউন্স হইতে ৮ আউন্স এলকোহলে মিশাইয়া ১৫ ফোঁটা মাত্রায় প্রয়োগ করিলে বৃদ্ধ ব্যাক্তিদের ব্রঙ্কাইটিস ও বাযূনলী সংক্রান্ত হাঁপানি রোগে শ্লেম্মা নিঃসরণ বর্ধিত করে (ইলি, ডি জোন্স)।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।