সাইমেক্স এক্যান্থিয়া (Cimex-Acanthia)
চলতি নাম – ছারপোকা (Bedbug)
ডা: ইউলিয়াম বরিক।
ক্লান্তি ও অঙ্গপ্রত্যাঙ্গের আড়মোড়া ভাঙ্গা সহ সবিরাম জ্বরের ঔষধ। জানুর পশ্চাৎ দিকের কণ্ডরাগুলি অত্যান্ত ক্ষুদ্র বলিয়া বোধ হয়। (এমন মিউর)। প্রসারকপেশীসমুহ আক্রান্ত হয়। হাত, পায়ের শিরায় টান পড়ে। হাত পা ছাড়াইতে চায়।
মস্কক : মদ্যপানে প্রবল শিরঃপীড়া। অত্যান্ত ক্রোধ, শীত আরম্ভ হওয়ার কালে ভীষণ হইয়া উঠে। সব কিছু ছিঁড়িয়া টুকরা করিয়া ফেলিতে চায়। মস্ককের দক্ষিণ পার্শ্বস্থ কপালের অস্থিতে বেদনা।
স্ত্রী-জননেন্দ্রিয় : যোনিমুখ হইতে বাম ডিম্বকোষ পর্যন্ত তীব্র চিড়িক মারা বেনা।
জ্বর : সারা শরীরে শীত বোধ। মনে হয় যেন হাঁটুর উপর বায়ু প্রবাহ চলিয়োছে। সমস্ত সন্ধিস্থানে বেদনা, যেন বন্ধনীগুলি ছোট হইয়া গিয়াছে, বিশেষতঃ হাঁটুর সন্ধিতে। শয়ন করিলে পম্পের বৃদ্ধি। জ্বর বিরামকালে পিপাসাহীন। কিন্ত শীতের সময় তেমন পিপাসা থাকে না, ঘর্মবস্থা একবারেই পিপাসাহীন। আঠা আঠা দুর্গন্ধ ঘর্ম।
অন্দ্র : কোষ্ঠবন্ধতা, মল শুস্ক এবং ছোট ছোট বলের মত (ওপি, প্লাম্বাম, থুজা) এবং শক্ত। গুহ্যদ্বারে ক্ষত।
মাত্রা : ৬ষ্ঠ হইতে ২০০তম শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।