সাইট্রাস ভালগারিস (Citurs Vulgaris)
চলতি নাম – তিক্ত কমলালেবু (Bitter Orange)
ডা: ইউলিয়াম বরিক।
মাথাধরার সহিত বমি বমি ভাব, বমন ও শিরঃঘুর্ণন। মুখমণ্ডলের স্নায়ুশূল, প্রায়ই দক্ষিণ দিকে। বক্ষ মধ্যে চাপিয়া ধরা বোধ। পুনঃপুনঃ এবং অদম্য হাই তোলা। সুনিদ্রার অভাব।
সম্বন্ধ : সাইট্রাস ডেকুমানা (কর্ণনাদ, মাথার মধ্যে শব্দ, কানে টং টং শব্দ। শঙ্খস্থানে প্রচাপন বোধ)। অরান্টিয়াম অরেঞ্জ (স্নায়ুশূল ও চর্মরোগ হাতে চুলকানি, রক্তিমাভা এবং স্ফীতি। বৃদ্ধগণের ঠাণ্ডাবোধ ও শীতশীত করা সহ রোগ। কমলা লেবুর খোসা শুকাইয়া, সিদ্ধ করিলে যে ক্কাথ পাওয়া যায়, তাহা অন্যান্য কোষ্ঠশুদ্ধিকারক ঔষধের ন্যায় পাকাশয়কে উত্তেজিত করে। ইহা দ্বরা পিত্তস্রাব বৃদ্ধি হয় এবং উহা বহুক্ষণ থাকে)।
তুলনীয় : সাইট্রাস লিমোনাম ( ইহা দ্বরা স্কাভিরোগ, গলক্ষত, ক্যানসারের বেদনা উপশমিত হয় এবং অতিরিক্ত ঋতুস্রাব বন্ধ হয়), (সাইট্রিক এসিড স্কাভি ও পুরাতন বাত এবং রক্তস্রাবে উপযোগী। সর্ব প্রকার শোথ রোগে সাইট্রিক এসিড ও লেবুর রস মিশাইয়া ৩/৪ ঘন্টা অন্তর ১ টেবিল চামচ মাত্রায় দিলে উপকার হয়। জিহ্বায় ক্যান্সারের বেদনা। মুখ ধোওয়ার জন্য ব্যবহার করিলে ১ড্রাম সাইট্রিক এসিডের সহিত ৮ আউন্স জল। ইহা সাধারণ ভাবে ক্যান্সারের ব্যাথায় উপযোগী এবং সময়ে সময়ে সুফল আনয়ন করে।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।