সালফার আয়োডেটাম (Sulphur Iodatum)
অপর নাম – আয়োডেয়েভ অব সালফার (Iodide of Sulhhur)
ডা: ইউলিয়াম বরিক।
অদম্য চর্মপীড়া, বিশেষতঃ ক্ষৌরকুণ্ড ও বায়ঃব্রণ। রসস্রাবী কাউর ঘা। গলগহ্বর – আলজিহ্বা ও নটসিলদ্বয় বদ্ধিত ও লালবর্ণ। স্ফীত। জিহ্বা পুরু। কর্ণমুলগ্রন্থি বিবদ্ধিত।
চর্ম : নাসিকা, কর্ণ ও মুত্রনলীতে চুলকানি মুখের উপর অপচ্যমান পীড়কা। ওষ্ঠের উপর শীত-ক্ষত। ঘাড়ে স্ফোটক। ক্ষৌরকুণ্ড। বায়ঃব্রণ। চর্মের উপর দলবন্ধ অপচ্যমান পীড়কা। (Lichen planus), বাহুদ্বয় চুলকানিযুক্ত উদ্ভেদ আবৃত। চুলগুলি খাড়া হইয়া উঠিয়াছে-এরুপ বোধ।
মাত্রা : ৩য় বিচুর্ণ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।