সালফিউরোসাম এসিডাম (Sulphurosum Acidum)
চলতি নাম – সালফিউরাস এসিড
ডা: ইউলিয়াম বরিক।
সালনিউরাস এসিড, টনসিল-প্রদাহ (স্প্রে করিয়া ব্যবহার্য) গোলাপী বর্ন মুখব্রণ, এবং ফোস্কাকার মারামাস রোগে ব্যবহার্য।
মস্তক : উদ্বিগ্ন, ভয়ঙ্কর, বিবাদপ্রিয়। শিরঃপীড়া, বমনে উপশম। কর্ণনাদ।
মুখগহ্বর : মুখমধ্যে ক্ষতকর প্রদাহ। জিহ্বা লাল অথবা নীলাভ-লাল। লেপযুক্ত।
পাকস্থলী : ক্ষুধালোপ, অদম্য কোষ্ঠকাঠিন্য।
শ্বাসযন্ত্র : প্রচুর শ্লেম্মা নিঃসরণসহ অনুক্ষণ শ্বাসরোধক কাশি। স্বরভঙ্গ, বক্ষে সঙ্কোচন বোধ। কষ্টকর শ্বাসক্রিয়া।
স্ত্রী-জননেন্দ্রিয় : অণ্ডলালাবৎ সাব, দুর্বলতা।
মাত্রা : তালুপার্শ্ব গ্রন্থির প্রদাহে স্প্রে করিয়া ব্যবহার্য। ডা: রিঙ্গারের মতে প্রতিবার আহারের ১০ মিনিট পূর্বে ১০ হইতে ১৫ ফোঁটা মাত্রায় সেবন করিলে মুখে জল উঠা, উৎসেসচন ক্রিয়া ও উদরাধান দুর হয়। ইহাতে জারী ঘাও নিনাময় হয়।
হোমিওপ্যাথি মতে – ৩য় শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।