শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

সালফেট প্যারিস প্লাস্টার – Salphate og Line Plaster of Paris

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:২৮ অপরাহ্ন
সাইলিসিয়া (Silicea)
হোমিও বই

সালফেট প্যারিস প্লাস্টার (Salphate og Line Plaster of Paris)

চলতিন নাম – ক্যাল্কেরিয়া সালফিউরিকা (Calcarea Sulphurica)

ডা: ইউলিয়াম বরিক

একজিমা এবং একভাবেই থাকিয়া যায় এরুপ গ্রন্থিস্ফীতি। কোষময় অর্বুদ। সৌত্রিক অর্বুদ। পুঁজ নির্গমন আরম্ভ হইবার পর প্রদাহজ ফৌঁড়াতেও ব্যবহৃত হয়। পুঁজ হরিদ্রবর্ণ, গাঢ় এবং দলা দলা। বৃক রোগ (Lupus)।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : শিশুদের মাথায় দগ্ধব্রণ, যদি উহা হইতে পীতাভ পুঁজ নির্গত হয় অথবা পীত বর্ণ মামড়ি পড়ে।

চক্ষু : চক্ষুপ্রদাহ চক্ষু হইতে হরিদ্রাবর্ণ ঘন ঘন স্রাব নির্গত হয়। কোন বস্তর অর্ধেক মাত্র দেখিতে পায়। চক্ষ-কণিকা ধুম্রবর্ণ। সদ্যোজতা শিশুর চোখ উঠা।

কর্ণ : মধ্যকর্ণ হইতে পুঁজ পড়ে, ঐ পুঁজ সময় সময় রক্তাক্ত হয়,তৎসহ বধিরতা। কানের চারিদকে পুঁজবটী।

নাসিকা : মস্তকে সর্দি, ঘন হরিদ্রাভ পুঁজময় শ্লেম্মা, মাঝে মঝে উহাতে রক্তের দাগ। এক নাসিকা দিয়া স্রাব। নাকের পশ্চাৎ রুদ্ধ্র হইতে হরিদ্রাবর্ণ স্রাব। নাসারন্ধ্রের পার্শ্বগুলি টাটান।

আরও পড়ুন – বায়ো-কম্বিনেশন ২০ (চর্ম, ত্বক, ব্রণ, হারপিস)

মুখমণ্ডল : মুখের উপর উদ্ভেদ ও পুঁজবটী। দ্রশ্রুবৎ উদ্ভেদ।

মুখগহ্বর : ওষ্ঠের ভিতর দিকে টাটানি। জিহ্বা থল থলে, শুস্ক কাদার পর্দার মত। অল্প, সাবানের মত কটু আশ্বাদ। জিহ্বার পশ্চাৎভাগে হরিদ্রাবর্ণ লেপ।

গলদেশ : গলক্ষত রোগের শেষ অবস্থা, উহা হইতে হরিদ্রাবর্ণ পুঁজ নির্গত হয়। টনসিল পাকিয়া উঠিয়া পুঁজ নির্গত হইতেছে এরুপ অবস্থা।

উদরগহ্বর : যকৃৎপ্রদেশে এবং দক্ষিণ বস্তিগহ্বরে বেদনা। তৎপরে উদরে দুর্বলতা, বমি বমি ভাব ও বেদনা।

মল : পাতলা মলের সহিত রক্ত মিশান থাকে। চিনি খাওয়া অথবা আবহাওয়ার পরিবর্তনে উদরাময়। পুঁজের মত বিচ্ছিল পদার্থ নির্গত হয়। ভগন্দর রোগে গুহ্যদ্বরে যাতনাদায়ক ফোঁড়া।

স্ত্রী-জননেন্দ্রিয় : অনেক বিলম্বে ঋতু প্রকাশ, দীর্ঘদিন ধরিয়া স্রাবটি চরিতে থাকে, তৎসহ শীরঃপীড়া, মোচড়ান ব্যথা এবং দুর্বলতা।

আরও পড়ুন – অনিয়মিত ঋতুস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

শ্বাসযন্ত্র : কাশি, পুঁজের মত শ্লেম্মা উঠে, তৎসহ প্রলাপী জ্বর। বক্ষে পুঁজ সঞ্চয়, ফুসফুসের মধ্যে অথবা প্লুরাতে পুঁজ কন্মে। পুঁজ ও রসানির মত শ্লেম্মা উঠে। সর্দি, উহার স্রাব ঘন দলা দলা ঈষৎ হলুদ অথবা পুঁজের।

হস্ত-পদাদি : পায়ের তলায় চুলকানি ও জ্বলা।

জ্বর : প্রলাপী জ্বর, পুঁজ সঞ্চায়নের ফলে দেখা দেয়। ঐ সঙ্গে কাশি এবং বদতালে জ্বালা লক্ষণ থাকে।

চর্ম : কাটা ঘা, থেতলান ঘা, ছাড়িয়া যাওয়া ঘা, ঘা সারিতে চায় না, পুঁজ বহির হইতে থাকে। হরিদ্রবর্ণ পুঁজ জন্মে। চর্মেরোগের উপরে হরিদ্রাবর্ণ মামড়িপড়ে। চুলের গোড়ায় অসংখ্য পুঁজহীন পীড়কা, চুলকাইলে রক্তস্রাব হয় শিশুদের শুস্ক একজিমা।

সম্বন্ধ : তুলনীয় – হিপার, সিলিকা।

মাত্রা : ২য় ও ৩য় বিচুর্ণ। ১২শ শক্তি বৃক রোগে Lupus) উপযোগী। হইতে দেখা গিয়াছে।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev