শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

সিনাপিস নায়েগ্রা (Sinapis Nigra)

আরোগ্য হোমিও হল / ১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন
ল্যাকন্যান্থিস-Lachnanthes
হোমিও বই

সিনাপিস নায়েগ্রা-ব্রাসিকা নায়েগ্রা

(Sinapis Nigra-Brassica Nigra)

চলতি নাম – কাল সরিষা (Black Mustard)

ডা: ইউলিয়াম বরিক।

প্রতিশ্যায়লক্ষণ জ্বর, সর্দি ও গলকোষ-প্রদাহে উপযোগী। নাসারন্ধ ও গলকোস শুস্ক, তৎসহ ঘন, দলা দলা নিঃস্রাব। ইচ্ছা বসন্ত।

মস্তক : মন্তকত্বক উষ্ণ ও চুলকানিযুক্ত। উপর ওষ্ঠ ও কপালের উপর ঘর্ম। জিহ্বায় ফোস্কার মত বোধ হয়।

নাসিকা : পশ্চাৎরন্ধ হইতে নিঃসৃত শ্লেম্মা ঠাণ্ডা বোধ হয়। অল্প, ক্ষকর স্রাব। সারাদিন অথবা বৈকালে ও সন্ধ্যাকালে বাম নাসারন্ধ্র আবদ্ধ থাকে। নাসারন্ধ শুস্ক, উষ্ণ, তৎসহ হাঁচি, খক্খকে কাশ, শয়নে উপশম। নাসারন্ধ পর্যায়ক্রমে বন্ধ থাকে। নাসারন্ধের অভ্যান্তভাগের শুস্কতা।

বায়ো কম্বিনেশন ২৫

শ্বাসযন্ত্র : শয়নে কাশি উপশম।

গলগহ্বর : হাজিয়া যাওয়ার ন্যায় অনুভুতি উষ্ণ, প্রদাহিত। হাঁপানির ন্যায় শ্বাসক্রিয়া। উচ্চ শব্দে কাশির আবেশ, তৎসহ, নিঃশ্বাসগ্রহণে কুকুরের ডাকের (ঘেউ ঘেউ) মত শব্দ।

পাকস্থলী : দুর্গন্ধযুক্ত শ্বাস, পিয়াজের মত গন্ধ (এসাফ, আরমোরা), পাকস্থলীতে জ্বালা, উহা উদরোর্ধ্ব, গলনলী ও মুখগহ্বর পর্যন্ত বিস্তৃত হয়। মুখের ভিতরে ছোট ছোট ক্ষতে পুর্ণ। উষ্ণ, অম্ল উদ্গার। শূলবেদনা সম্মুখদিকে অবনত হইলে বেদনা, সোজা হইয়া বসিলে উপশম। ঘর্ম বমণচ্ছো দেখা দিলে উপশম।

আরও পড়ুন – আলভাসিন (Alvasin Syrup) শুকনো সর্দি ও কাশি

মুত্রযন্ত্র : মুত্রাশয়ে বেদনা, দিবা-রাত্র পুনঃপুনঃ প্রচুর মুত্রপাত।

পৃষ্ঠদেশ : পঞ্জরাস্থি ও কটিদেশে বাত বেদনা। পৃষ্ঠ ও নিতম্বে বেদনাহেতু নিদ্রাহীনতা।

সম্বন্ধ : তুলনীয় – সালফার, ক্যাপ্সিকাম, কলোসিন্থ, সিনাপিস এ্যাম্বা – শ্বেত সরিয়া (গল-লক্ষণগুলি প্রধান, বিশেষঃ চাপ বোধ ও জ্বালা, তৎসহ অম্লনলীতে অবরোধ, বক্ষের সর্বোচ্চ পাঁজরায় পশ্চাতে অম্লনলীর মধ্যে দলার মত কি রহিয়াছে-এরুপ অনুভুতি, তৎসহ প্রচুর উদ্গার। সরলান্ত্রেও অনুরুপ অনুভুতি)। সরিষার তৈল শুকিয়ে দিলে পঞ্চম স্নায়ুগুগলের শেষস্থ অনুভাবক স্নায়ুর উপরে ক্রিয়া করে। মধ্য-কর্ণে বেদনা হইলে, এবং নাসিকা, নাসিকাগহ্বর ও তালুপার্শ্বস্থ গ্রন্থির (tonsil) বেদনান্বিত অবস্থায় উপশম করে।

মাত্রা : ৩য় শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev