বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

সেলিনিয়াম ৩x (ধাতুদৌর্বলতায় কার্যকরী)

আরোগ্য হোমিও হল / ২৮৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন

সেলিনিয়াম ৩x

Selenium 3x

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

সেলিনিয়াম ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : সেলিনিয়াম ধাতু।

সেলিনিয়াম ৩x এর কার্যকারিতা :  প্রোস্টেটের প্রদাহ, মাইগ্রেন, মাথার চুল উঠা, বামচক্ষু বেদনা, স্বরভঙ্গ, ব্রণ, জ্বর বা দীর্ঘস্থায়ী কোন রোগে ভোগার পর ইহা ভালো কাজ করে, খুব বেশী যৌন সম্ভোগ বা গ্রীস্মকালে প্রখব রৌদ্রতাপে ঘুরে বেড়ানোর ফলে বেশী দৈহিক ও মানসিক দূর্বলতায় এবং ধাতুদৌর্বল্য, যৌন দূর্বলতায় বিশেষ করে ধ্বজভঙ্গ, শীঘ্র বীর্য্যঙ্খলন ইত্যাদি ক্ষেত্রে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। জননেন্দ্রিয় ও মুত্রতন্ত্রের উপর ইহার অধিক ক্রিয়াশীল। এ ছাড়াও চিকিৎসকগণ মেটেরিয়া মেডিকা অনুসারে বিভিন্ন লক্ষণ ও রোগে ইহা ব্যবহার করেন।

 

পার্শ্বপ্রতিক্রিয়া : সেলিনিয়াম ৩x সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেজষ মিথস্ক্রিয়া : সেলিনিয়াম ৩x সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

সেলিনিয়াম ৩x  সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সেলিনিয়াম ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev