শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

হ্যানরয়েড-বি –HANRHOID-B রক্ত অর্শ নিরাময়ে কার্যকরী

আরোগ্য হোমিও হল / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন
হ্যানরয়েড-বি –HANRHOID-B
হ্যানরয়েড-বি –HANRHOID-B

হ্যানরয়েড-বি –HANRHOID-B রক্ত অর্শ নিরাময়ে কার্যকরী

ক্যাটাগরি : হ্যানরয়েড-বি –HANRHOID-B ইউনানী ওষুধ।

ঔষধের বিবরণ দেখুন

হ্যানরয়েড-বি (HANRHOID-B)

বাওয়াসীর দমভী

নির্দেশনা : রক্ত অর্শ, কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কার্যকরী ইউনানী ওষুধ।

প্রস্তুত প্রণালী :  হ্যানরয়েড-বি (HANRHOID-B) গুগগুল, দারুহরিদ্রা, ছোট এলাচ, হরীতকী, আমলকী ইত্যাদি প্রাকৃতিক উপাদানের অনন্য সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।

2454

ঔষধের  বর্ণনা :  হ্যানরয়েড-বি (HANRHOID-B) ঔষধটি অর্শ রোগীর মলদ্বার হতে রক্তক্ষরণে অত্যান্ত কার্যকরী। অর্শ রোগীর মলদ্বারের রক্তবাহী শিরাসমূহ ফুলে গিয়ে মলত্যাগের পথ সংকীর্ণ হয়ে যায়, ফলে মলত্যাগের পর কিংবা মলের সাথে ফোঁটা ফোঁটা রক্ত নির্গত হয়ে অসহনীয় যন্ত্রণা, চুলকানী এবং প্রদাহের সৃষ্টি করে উল্লেখিত ক্ষেত্রে হ্যানরয়েড-বি (HANRHOID-B) অত্যন্ত কার্যকরী।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ১৩ (পাইলস এবং অর্শ)

উপাদান: প্রতি ট্যাবলেটে আছে :

(1) Balsamodendron mukul (গুগগুল) ১০০.০০ মিগ্রা।

(2) Berberis aristata (দারুহরিদ্রা/রসৌত) ৩৩.৩৩ মিগ্রা।

(3) Sandrae (সন্দরূস) ১৬.৬৭ মিগ্রা।

(4) Elettaria cardamomum (ছোট এলাচ) ১৬.৬৭ মিগ্রা।

(5) Red ochre (গেরুমাটি) ১৬.৬৭ মিগ্রা।

আরও পড়ুন –  এন – ১৩ (অর্শ্ব পাইলস ড্রপস)

(6) Dracaena cinnabari (খুনখারাব) ১৬.৬৭ মিগ্রা।

(7) Terminalia chebula (হরীতকী) ১৬.৬৭ মিগ্রা

(8) Phyllanthus emblica (আমলকী) ১৬.৬৭ মিগ্রা।

(9) Bambusa bambos (বংশলোচন) ১৬.৬৭ মিগ্রা।

(10) Allium ascalonicum পেঁয়াজী শাক) এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ১৭ (পাইলস)

ঔষধ সেবনবিধি : ২ ট্যাবলেট দৈনিক ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন – ওমেও পাইলস মলম

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ X ১০টি ট্যাবলেট।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev