সালফোনল (Sulfonal)
পরিচয়- আলকাতরা হইতে প্রস্তুত পদার্থ (A Coal-tar Product)
ডা: ইউলিয়াম বরিক।
মস্তিস্ক সম্ভূত শিরঃঘুর্ণন, মস্তিস্কের পীড়া, ইচ্ছানুসারে হস্ত-পাদাদি সঞ্চালনের অক্ষমতা ও তাণ্ডব রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি মতে ইহার ব্যবহার। ভয়ানক দুর্রলতা শূন্যতা ও মুচ্ছাভাব এবং নৈরাশ্য। আকুঞ্চক পেশীর ক্রিয়াহীনতা পেশীক্রিয়ার অসামঞ্জস্য।
মন : মানুসিক গোলযোগ, অসংলগ্নতা, অলীক দর্শন, উদাসীনতা। একবার সুখী ও আশাবাদী, পরক্ষণেই অবসাদ ও দুর্বলতা। নিরতিশয় উত্তেজনা প্রবণতা।
মস্তক : শোথ, বিমুঢতা, মাথা তুলিতে গেলে বেদনা। দ্বিত্বদৃষ্টি। চক্ষুতে ভাববোধ, কর্ণনাদ, বাক্-রোধ, মনে হয় জিহ্বা পক্ষাঘাতগ্রস্ত হইয়া পড়িয়াছে। চক্ষুদ্বয় রক্তবর্ণ ও চঞ্চল। শিরঃঘুর্ণন, উঠিয়া দাঁড়াইতে পারে না। দ্বিত্বদৃষ্টি, চক্ষপাতার পাতন, কর্ণনাদ, গিলিতে কষ্ট হয়, কথা বলিতে কষ্ট হয়।
মুত্রযন্ত্র : ফুসফুসে রক্তধিক্য, কষ্টকর শ্বাসক্রিয়া, দীর্ঘশ্বাসযুক্ত শ্বাসকষ্ট।
হস্ত-পাদাদি : অনৈচ্ছিক হস্ত-পদ সঞ্চালন, পা টানিয়া চলে, শীতল, দুর্বল ও কম্পনশীল, পদদ্বয় ভারি বোধ হয়। নিরতিশয় অস্থিরতা, পেশী- সমুহ ঝাঁকি দিয়া উঠে। হাঁটুর ঝাঁকি দেওয়ার শক্তি চলিয়া যায়। উভয় পদের আড়ষ্টা ও পক্ষঘাত। পদদ্বয়ে বোধাহিত্য।
নিদ্রা : অস্থিরতা, জাগিয়া থাকে, কিন্ত ঘুম ঘুমভাব। অনিদ্রা।
চর্ম : নীলাভ, ধুম্র রোগ। অহিপুতন।
মাত্রা : ৩য় বিচুর্ণ।
হোমিওপ্যাথি মতবিরুদ্ধ ব্যবহার : নিদ্রাকারক ঔষধ।
মাত্রা : উষ্ণ জলের সহিত ১০ হইতে ৩০ গ্রেন। ক্রিয়া প্রকাশ হইতে প্রায় ২ ঘন্টা সময় লাগে।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।