সাম্বল-ফেরুলা সাম্বুল (Sambul-Ferula Sumbul)
চলতি নাম – মাক্স রুট (Musk Riit)
ডা: ইউলিয়াম বরিক।
ইহাতে বহু হিষ্টিরিয়া সদৃশ ও স্নায়ুবিক লক্ষণ আছে। স্নায়ুশূলজ উপদ্রবে কাজে আসে। হৃৎপিণ্ডের বিধানগত স্বাভাবিক ক্রিয়ার বিশৃঙ্খলায় উপযোগী। ঠাণ্ডা লাগার ফলে অবশতা। বাম পার্শ্বের অবশতা। মদাত্যয়জনিত অনিদ্রা (মুল অরিষ্ট ১৫ ফোটা মাত্রায়) মনে হয় যেন মরুদণ্ডের উপর দিয়া জল পড়িতেছে। হাঁপানি। ধমনীর স্থলতায় টিসুসমুহের উপর একটি ক্রিয়াশীল ঔষধ।
মস্তক : ভাবপ্রবণ এবং চঞ্চল। প্রাততে স্ফুতিহীন সন্ধ্যাকলে প্রফুল্ল। খিখিতে এবং যোগ করিতে ভুল করে। মরামাস। নাকে দুশ্ছদ্য হরিদ্র্রবর্ণ শ্মেম্মা।
গলগহ্বর : শ্বাসরোধ সঞ্চোচন, অবিরত ঢোক গেলে। পাকাশয়ে বায়ু জমিয়া উদ্গার। গলকোষ-পশেীর আক্ষেপ। গলার ভিতর দুশ্ছেদ্য শ্লেম্মা।
হৃৎপিণ্ড : স্নায়বিক হৃৎম্পন্দন। বাম বক্ষ ও বাম কুক্ষিপ্রদেশে স্নায়ুশূল। হৃৎপিণ্ড সংক্রান্ত হাঁপানি। বাম বাহুতে কামড়ানি, ভার বোধ, অবশতা ও ক্লান্তি। সামান্য পরিশ্রমে দম বন্ধ হইয়া আসে। নাড়ী অনিয়মিত।
স্ত্রী-জননেন্দ্রিয় : ডিম্বাশয় স্নায়ুশূল। উদরগহ্বর পূর্ণ, প্রসারিত এবং বেদনাম্বিত। ঋতুলোপকালীন উত্তাপের ঝলকা।
মুত্রযন্ত্র : মুত্রের উপর থেলের মত রস ভাসে।
উপচয়, উপশম : বৃদ্ধি – পরিশ্রমের কাজে, বাম পার্শ্বে।
সম্বন্ধ : তুলনীয় – এসাফটিভা, মস্কাস।
মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি। ডা: ডবলু ম্যাকজর্জ ধমনীর স্থলত্ব রোগে ৩ ঘন্টা অন্তর ২x শক্তির ঔষধ প্রয়োগ করিতে উপদেশ দিয়াছেন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।