মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

হেলোনিয়াস-ক্যামেলিয়াম ৬

আরোগ্য হোমিও হল / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন

হেলোনিয়াস-ক্যামেলিয়াম ৬
Helonias-Chamaelirium 6
চলতি নাম – (Uaicorn-root)

ডা: উইলিয়াম বরিক

ত্রিকান্থি ও বস্তি প্রদেশে দুর্বলতা, টানিয়া ধারার নাম যাতনা ও চাপবোধ তৎসহ অত্যান্ত অবসাদ এবং আলস্য এই ঔষধটির বিশেষ লক্ষণ। এক প্রকার বিচিত্র অনুভুতি-জরায়ুটি যেন সর্বদাই সচেতন রহিয়াছে। সর্বদা ক্লান্ত ও পৃষ্ঠবেদনাগ্রস্ত রমণী। দুর্বলতারহেতু জরায়ু নির্গমন, অথাব অন্যান্য প্রকার জরায়ুভ্রংশের সম্ভবনা। অনেক ক্ষেত্রে ঋতুস্রাব বন্ধ হইলে মূলগ্রন্থিতে রক্ত সঞ্চয় হয়। মনে হয় যেন, মাসিক রক্ত সঞ্চয় স্বাভাবিক ভাবে জরায়ু পথে নির্গত না হইয়া বৃক্ককের দিকে ধাবিত হইয়াছে। সর্বোপরি, এই সব লক্ষণের সহিত গভীর বিষাদ। অন্যমনস্ক থাকিবার জন্য রোগীণী সর্বদা কিছু না কিছু করিতে থাকে। পেশীর দুর্বলতা হইতে জরায়ুভ্রংশগ্রস্তা রমণী, অতিরিক্ত ইন্দ্রিয়সেবা অথবা বিলাসের ফলে যাঁহারা ভগ্নস্বাস্থ্য হইয়া পড়িয়াছেন, (যাঁহারা কোন কিছু কাজে থাকিতে ভাল থাকেন, সুতরাং ডাক্তার অসিলে তাহারা সুস্থ বোধ করেন,) যাহারা অত্যাধিক পরিশ্রম করিয়া ভাঙ্গিয়া পড়িয়াছেন, যাঁহারা সর্বা ক্লান্ত , ক্লান্ত পেশীসমুহে জ্বালা করে, ব্যথা করে, নিদ্রা হয় না, তাঁহাদের অসুখে এই ঔষধ সর্বদা স্বরণ রাখিবে। র্শর্করাযুক্ত ও শর্করাবিহীন বহুমুত্র। মুত্রগ্রন্থিতে অবিরত বেদনা ও স্পর্শদ্বেয়।

 

মন : গভীর বিষাদ। রোগী কাজে কর্মে থাকিলে ভাল থাকে। যখন কোন কাজ করে ও মন অন্যদিকে থাকে তখন ভাল থাকে। উত্তেজনাপ্রবণ। সামান্য মাত্র প্রতিবাদ সহ্য করিতে পারে না।

মস্তক : মস্তকশীর্ষে জ¦ালা। মানসিক পরিশ্রমে মাথাধরার উপশ্রম।

পৃষ্ঠদেশ- পৃষ্ঠদেশ-পেষ্ঠে বেদনা ও চাপবোধ। দুর্বলতা ও ক্লান্তি। কটিদেশে জ্বালা ও বেদনা। অবিরত জ¦লার জন্য, সে মুত্রগ্রন্থিকে হস্তদ্বারা সঠিন ভাবে দেখাইিয়া দিতে পারে। কটিদেশে রন্ধ্রকরণবৎ বেদনা, উহা পা পর্যন্ত ছড়াইয়া পড়ে। অত্যান্ত অবসাদ, পরিশ্রমে উপশম।

স্ত্রী-জননেন্দ্রিয় : ত্রিকাস্তিতে টাটিয়া ধরার ন্যায় বেদনা, তৎসহ জরায়ু ভ্রংশ, বিশেষতঃ গর্ভস্রাবের পর কেলি কার্ব) জরায়ুস্থানে চাপবোধ ও বেদনা। জরায়ু সম্ভন্ধে সদা সচেতন থাকে। ঋতুস্রাব অতি সত্বর ও অতি প্রচুর।
প্রদরস্রাব ব। স্তনদ্বয় স্ফীত, স্তনবৃন্ত বেদনার্ত ও স্পর্শকাতর। ইন্দ্রিয়স্থান উষ্ণ রক্তবর্ন, স্ফীত, জ্বালাকর ও প্রবল চুলকানিযুক্ত। বর্ভকালে প্রদরস্রাব। প্রৌঢ় বয়েসে ঋতুলোপকালে অবসাদ।

মুত্র : এলবুমেন ও ফসফেটযুক্ত। প্রচুর এবং পরিস্কার। মুত্রে শর্করা। বহুমুত্র।

হস্ত-পদাদি : মনে হয় যেন, পদসন্ধিতে ঠাণ্ডা বাতাস বহিয়া গেল। বসিয়া থাকিলে পদদ্বয় অসাড় বোধ হয়।

উপচয়-উপশম : উপশম- কোন কিছু কাজ করিলে (অন্যমনস্ক হইলে)। বৃদ্ধি চলা ফেরায় স্পর্শে।

সম্বন্ধ : তুলনীয়-এগ্রিমোনিয়া-কর্কলিবার (মুত্রগ্রন্থি বেদনাযুক্ত, হজম শক্তির হ্রাস, কষ্টকর ঋতুস্রাব। বায়ুনলীতে অতি শ্লেম্মা, মুত্রশয়ের সদিজ প্রদাহ। কাশি তৎসহ প্রচুর শ্লেম্মা উঠে এবং অসাড়ে মুত্রপাত হয়। মুল অরিষ্ট ১ অথবা ১০ ফোঁটা)। আরও তলনীয়- এলিট্রিস, লিলিয়াম, পালস, সিনিসিও, স্ট্যানাম।

মাত্রা : মুল অসিষ্ট হইতে ৬ষ্ঠ শক্তি।

সম্পাপ্ত

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev