হেলিবোরাস (Helleborus)
চলতি নাম – স্লো রোজ (Snow-Rose)
ডা: উলিয়াম বরিক
অনুভূতিকেন্দ্রের অবসাদ উৎপন্ন করে। আংশিকভাবে দেখে, শুনে এবং স্বাদ গ্রহণ করে। সর্বাঙ্গীণ পৈশিক দুর্বলতা, উহা হইতে ক্রমে পক্ষঘাত জন্মিমতে পারে, তৎসহ জলজমা শোথ। সুতরাং ইহা একটি জীবনীশক্তির দুর্বলভূত অবস্থার এবং মারাত্নক রোগের ঔষধ। বেলা ৪টা হইতে ৮টা পর্যন্ত বৃদ্ধি ইহার চরিত্রগত লক্ষণ (লাইকো)। রোগী ক্রমেই অধিকতার অবসন্ন হইতে থাকে। মস্তিস্ক-শোথে রস সঞ্চয়। বিষন্নতার সহিত চিত্তোন্মাদ।
মন : কথার উত্তর দিতে বিলম্ব হয়। জড়বুদ্ধি। একদৃষ্টে তাকাইয়া থাকে। অনিচ্চায় দীঘশ্বাস ত্যাগ করে। সম্পর্ণ অজ্ঞান। ঠোঁঠ ও কাপড় খোঁটে।
মস্তক : কপালের চামড়া ভাঁজে ভাঁজে কুঞ্চিত। শীতল ঘর্ম। শির:পীড়ায় রোগীর বোধশক্তি লোপ পায়। দিবারাত্রি মাথা চলিতে থাকে, কাতর শব্দ করে, মাঝে মাঝে চীৎকার করিয়া উঠে। বালিশে মাথা ঘষিতে থাকে, মাথায় আঘাত করিতে থাকে। মস্তকের পশ্চাতে অপ্রবল বেদনা মনে হয় ভিতরে জল ছল ছল করিতেছে। শির:পীড়ার শেষে বমন হয়।
চক্ষু : চক্ষুতারকা উপর দিকে উঠিয়া যায়, বক্রদৃষ্টি, শূন্যদৃষ্টি। চক্ষু তারকা প্রসারিত। চক্ষুদ্বয় বিস্ফোরিত, কোটরাগত। নিশাদ্ধাতা।
নাসিকা : ময়লাযুক্ত, শুস্ক নাসারদ্ধ্র। নাক ঘামে। ঘ্রাণশক্তি কমিয়া যায়। নাসাগ্র সরু হইয়া উঠে।
মুখমণ্ডল : বিবর্ণ চোলসান। শীতল ঘর্ম। কোঁচকান। মুখের বাম সশ্বের স্নায়ুশল, ঐ অংশ এত স্পর্শকাতর যে চিবাইতে পারে না।
মুখগহ্বর : মুখ হইতে ভয়ানক দুর্গন্ধ ছাড়ে। ওষ্ঠদ্বয় শুস্ক ও ফাটা ফাটা। জিহ্বা লালবর্ণ এবং শুস্ক। নিন্ম চোয়াল ঝুলিয়া পড়ে। অনর্থক ওষ্ঠ খোঁটে। দাঁত কড়মড় করে। চিবাইবার মত মুখ নাড়ে। অজ্ঞান অবস্থায় মধ্যে সাগ্রহে জল পান করে। শিশু স্তন খায় কিন্ত খাদ্যদ্রব্য খাইতে চায় না। অতিশয় লালাস্রাব, তৎসহ মুখের কোণে ক্ষত।
উদরগহ্বর : গড়গড় করে, যেন পেটটি জলে পূর্ণ। তলপেটে স্ফীত ও স্পর্শকাতর।
মল : জেলির মত আমজড়িত এবং অনিচ্ছায় নির্গত।
মুত্র : মূত্রলোপ, সামান্য মূত্র, মূত্র কাল, কফি চুর্ণের ন্যায় তলানি। পূন: পূন: মূত্রবেগ। শিশু মূত্র ত্যাগ করিতে পারে না। মূত্রধার অত্যাধিক ফুলিয়া উঠে।
শ্বাসতন্ত্র : পুণঃপুনঃ দীর্ঘনিঃশ্বাস। শ্বাসক্রিয়া। অনিয়মিত। বক্ষদেশ সঙ্কুচিত, নিঃশ্বাস লইতে খাবি খায়। বক্ষে জলসঞ্চয় (মার্ক সালফ)।
হস্ত-পদাদি : এক হাত এবং এক পা আপনা হইতেই নাড়িতে থাকে। অঙ্গ-প্রত্যাঙ্গ ভারি ও বেদনাযুক্ত। হাত পা ছাড়াইতে থাকে। বৃদ্ধাঙ্গুষ্ঠ হাতের তালুতে আকৃপ্ট হয় (কুপ্রাম)। হাতের ও পায়ের ফাঁকে ফাঁকে ফোস্কার ন্যায় উদ্ভেদ।
নিদ্রা : ঘুমের মধ্যে হঠাৎ চীৎকার করিয়া উঠে। অচৈতন্যেও মত নিদ্রা। মস্তিস্কের অসাড়তা। সম্পূর্ণভাবে জাগরিত করা যায় না।
চর্ম : বিবর্ন, ফোলা ফোলা, চুলকানিযুক্ত। চর্মের উপর কালশিরাবৎ দাগ। আকস্মৎ চামড়ার উপর জলপূর্ণ স্ফীতি দেখা দেয়। চুল ও নখ খসিয়া পড়ে। ধমনী শিরাসমুহের স্ফীতি।
বৃদ্ধি – উপশম : বৃদ্ধি- সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত, ঢাকা খুলিয়া দিলে।
সম্বন্ধ : হেলিবোর ফিটিডাস অথবা পলিমনিয়া {প্লীহার উপরে ক্রিয়া করে (সিয়ানোথাস), গুহ্যদ্বার, সায়েটিক পেশীর উপর ক্রিয়া করে। প্লীহার ব্যাথা স্কন্ধিাস্থি, ঘাড় এবং মাথা পর্যন্ত প্রসারিত হয়, বাম পার্শের এবং সন্ধ্যা কালে বৃদ্ধি। পুরাতন পর্য্যায় জ্বরে প্লীহা বৃদ্ধি, জরায়ুর বিবর্ধন, গ্রন্থিস্ফীতি নখ ও চুল পড়িয়া যায়, চামড়ার খোলস উঠে।} হেলিবোর ও রিয়েন্টালিস (লালাস্রাব)।
দোসঘ্ন : ক্যাম্ফার, সিঙ্কোনা।
তুলনীয় : রসসঞ্চয় সম্ভবনায়, টিউবারকিউ, এপিস, জিঙ্ক, ওপিয়াম, সিঙ্কোনা, সাইকুটা, আইডোফর্ম।
মাত্রা : মূল অরিষ্ট হইতে ৩য় শক্তি।
সমাপ্ত
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।