মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

হেমাটক্সিলন ৩-৬-৩০-২০০

আরোগ্য হোমিও হল / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন

হেমাটক্সিলন ৩-৬-৩০-২০০

Haematoxylon

চলতি নাম- লগউড (Logwood)

ডা: উইলিয়াম বরিক

সঙ্কোনবোধ ইহার বিশেষ লক্ষণ। মনে হয় যেন বক্ষের উপর দিয়া একটা কাঠ চাপান আছে। হৃদশূল।

মস্তক : সঙ্গোচনবোধ, মাথা ভারি ও উষ্ণ। চক্ষুর পাতা ভারি।

পাকস্থলী : তলপেট হইতে গলমধ্য পর্যন্ত খননবৎ বেদনা, উহাতে হৃৎপিণ্ড স্থানে চাপবোধসহ যন্ত্রনা দেখা দেয়। উদরশূল, পেট ফাঁপ। পেট ডাকা। অতিসার। পেট স্ফীত ও বেদনাযুক্ত।

 

বক্ষদেশ : সঙ্কোচনবোধ, উহা উদরোর্ধ্ব পর্যন্ত প্রসারিত হয়। মনে হয় বুকের উপর একটা কাঠ চাপান আছে। হৃৎপিণ্ড স্থানে আক্ষেপজনক বেদনা এবং চাপ বোধ। হৃৎপিণ্ড স্থান অত্যান্ত বেদনানিবত। বুক ধড়ফড়ানি।

স্ত্রী-জননেন্দ্রিয় : কুক্ষিপ্রদেশে বেদনা, তৎসহ আঠার মত সাদা প্রদরস্রব । ঋতুকালে দুর্বলতাবোধ, এবং নাড়ী বাহির হইয়া পড়িতেছে এরুপ বোধসহ বেদনা

সম্বন্ধ : তুলনীয়- ক্যাকটাস, কলোসিন্থ, ন্যাজা।

মাত্রা : তয় শক্তি।

সমাপ্ত

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev