শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

হৃদযন্ত্রের পীড়া (Affections of Circulatory Organs)

আরোগ্য হোমিও হল / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১:০২ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

হৃদযন্ত্রের পীড়া (Affections of Circulatory Organs)

বায়োকেমিক রেটার্টরী

ডাঃ আবু হোসেন সরকার।

 

 

হৃদযন্ত্রের পীড়া (Affections of Circulatory Organs)

হৃদযন্ত্রের ক্রিয় থামিয়া থামিয়া যায়—কেলিফস, নেট্রামমিউর ।

হৃদরোগ সহ রক্তহীনতা— কেলিফস ।

হৃদযন্ত্রের দুর্বলতা হেতু মাথাঘোরা—কেলিফস ।

এণ্ডোকার্ডাইটিস—ফেরামফস।

কার্ডাইটিস—ফেরামফস।

এম্বোলেজম—কেলিমিউর।

ভয় বা পরিশ্রান্ত হেতু মূর্ছার মত হইলে—কেলিফস ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

হাত দুইটি শীতল—নেট্রামমিউর ।

হৃদযন্ত্রের প্রসারণ—নেট্রামমিউর, ফেরামফস, ক্যালকেরিয়া ফ্লোর ।

হৃদযন্ত্রের বিবৃদ্ধি—নেট্রামমিউর ।

আরও পড়ুন – হৃদপিন্ডের ক্যানসার

হৃদযন্ত্রের বিবৃদ্ধিপার্শ্বে বেদনা—নেট্রাম ফস ।

হৃদযন্ত্রের  চারিদিকে বেদনা—ক্যালকেরিয়া ফস।

হৃদযন্ত্রের  ধড়ফড়ানি—ফেরাম ফস, সাইলিসিয়া।

হৃদযন্ত্রের স্নায়বিক আক্ষেপ—ম্যাগনেসিয়া ফস ।

হৃদযন্ত্রের আবরণের প্রদাহ—ফেরাম ফস, কেলি মিউর, ক্যালকেরিয়া সালফ ।

হৃদযন্ত্রের আভ্যন্তরীণ ঝিল্লী প্রদাহ—ফেরাম ফস ।

হৃদযন্ত্রের ধমনী স্পন্দন অনুভব—নেট্রাম মিউর, নেট্রাম ফস ।

নাড়ী পূর্ণ, গোল, দড়ির ন্যায় নয়—নেট্রাম ফস।

আরও পড়ুন – আর ২ (হৃদযন্ত্রের দক্ষতার গোল্ড ড্রপস)

নাড়ী  অনিয়মিত—নেট্রাম মিউর, কেলি ফস ।

নাড়ী সবিরাম—নেট্রাম মিউর, কেলি ফস।

নাড়ী  দ্রুত—কেলি সালফ, ফেরাম ফস।

হৃদযন্ত্রের কম্পন—নেট্রাম ফস ।

রক্তবহা নাড়ীর অর্বুদ—ক্যালকেরিয়া ফ্লোর ।

শিরা প্রসারণ—ফেরাম ফস, ক্যালকেরিয়া ফ্লোর।

বুকের বেদনা তৎসহ শ্বাসকষ্ট—ম্যাগনেসিয়া ফস, ফেরাম ফস, কেলিফস ।

ধমনী প্রদাহ—ফেরাম ফস ।

শ্বাস গ্রহণে বুকে ব্যথা—ক্যালকেরিয়া ফস ।

বাত জ্বরের পর বুকে কম্পন- কেলি ফস ।

মানসিক উত্তেজনায় বা উপরে উঠার সময় বুক ধড়ফড় করে— কেলি ফস ।

আরও পড়ুন – টার্মিনালিয়া অর্জুনা Q (হৃদরোগ সংক্রান্ত)

বুক ধড়ফড় করে অনিদ্রাহেতু—কেলিফস ।

বুক ধড়ফড় করে উদ্বেগহেতু—ক্যালকেরিয়া ফস, নেট্রাম মিউর

বুক ধড়ফড় করে স্নায়বিক দুর্বলতাহেতু—ম্যাগনেসিয়া ফস।

হৃদযন্ত্রের চারিদিকে কম্পন—নেট্রাম ফস ।

ভাসকুলার টিউমার—ক্যালকেরিয়া ফ্লোর।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev