বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

হিপিউরিক এসিড

আরোগ্য হোমিও হল / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬:৫৭ পূর্বাহ্ন

হিপিউরিক এসিড

(Hippuric Acid)

ডা: উইলিয়ম বি গ্রিগস দ্বারা পরীক্ষিত ঔষধ।

ডা: উলিয়াম বরিক

ইহার প্রধান ক্রিয়াস্থল : চক্ষুর বাহির দিকের মাংসপেশী, নাসিকার পশ্চৎভাগ হইতে গলকোষ পর্যন্ত স্থান, সন্ধিস্থলসমুহ, যকৃৎ ও শ্লৈম্মিক ঝিল্লীসমুহ। দক্ষিণ দিকই বিশেষভাবে আক্রান্ত হয়। সাধারণভাবে মাংসপেশীসমুহ টাটানি ব্যথা।

মস্তক : দক্ষিণ চক্ষুর উপরিভাগে বেদনা, বেদনা অপ্রবল কিন্ত সদাস্থয়ী, উষ্ণ গৃহে বৃদ্ধি। চক্ষু-পত্র স্ফীত ও প্রদাহ যুক্ত।

গলগহ্বর : ক্ষতযুক্ত, কর্কশ ও শুস্ক। গিলিতে কষ্ট হয়, দর্গন্ধ বাহির হয়। আঠার মত স্রাব, গলকোষের সকল মাংসপেশী মোটা ও প্রদহিত।

পাকস্থলী : অম্ল উদ্গার। মনে হয় পাকস্থলীর মধ্যে কি যেন একটা শক্ত বস্থ রহিয়াছে। যকৃতের উপরিভাগে বেদনা ও চাপবোধ।

স্ত্রী-জননেন্দ্রিয় : প্রতি তিন সপ্তাহ অন্তর ঋতুস্রাব, উহাতে মাংস পেশী ও সন্ধিসমুহের সকল বেদনার শান্তি হয়।

হস্ত-পাদাদি : পৃষ্ঠবেদনা, উহা উরুদেশ পর্যন্ত প্রসারিত হয়। স্কন্ধে ও নিন্মশাখায় বেদনা, সন্ধিস্থানগুলি স্ফীত। উরুদেশে বেদনা, উহা পেছন দিকে দিয়া দক্ষিণ পদ পর্যন্ত তীরের মত নামিয়া আসে। সন্ধিসমুহে ক্লান্তভাব এবং চলিতে গেলে খট খট করে।

চর্ম : চুলকানি জ্বালা। বক্ষে পুঁজবটী, দেখিতে হাঁসের চামড়ার মত।

সমন্ধ : মনে হয় বেঞ্জুয়িক এসিড ইহার সমলক্ষণ ঔষধ।

মাত্রা : নিন্ম শক্তি।

সমাপ্ত

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev