বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

হামদর্দ হ্যান্ড স্যানিটাইজার –Hand Sanitizer জীবাণুনাশক

আরোগ্য হোমিও হল / ৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১১:১২ অপরাহ্ন
হামদর্দ হ্যান্ড স্যানিটাইজার –Hand
হামদর্দ হ্যান্ড স্যানিটাইজার –Hand

হামদর্দ হ্যান্ড স্যানিটাইজার –Hand Sanitizer জীবাণুনাশক

ক্যাটাগরি : পিইটি বোতলে ২০০ মিলি হ্যান্ড স্যানিটাইজার (হামদর্দ)

হামদর্দ হ্যান্ড স্যানিটাইজার (Hand Sanitizer) জীবাণুনাশক।

প্রস্তুত প্রণালী : হামদর্দ হ্যান্ড স্যানিটাইজার (Hand Sanitizer) ৭৫% আইসোপ্রোপাইল অ্যালকোহলে দ্রবীভূত উন্ডওয়ার্ট এর নির্যাস, নিম, তুলসি ও লেমনগ্রাস তেল দ্বারা প্রস্তুত করা হয়েছে।

বায়ো কম্বিনেশন ২৫

বর্ননা : হামদর্দ হ্যান্ড স্যানিটাইজার (Hand Sanitizer) দ্রুত ক্রিয়াশীল জীবাণুধ্বংসকারী দ্রবণ যা হাতকে জীবাণু মুক্ত করে। এতে ব্যবহৃত নিম এর প্রধান কার্যকরী উপাদান এজাডিরেক্টিন ও নিম্বিন জীবাণুনাশক, অ্যালার্জী প্রতিরোধক এবং ত্বকের সুরক্ষা রাখে। তুলসিতে বিদ্যমান ইউজেনল শক্তিশালী জীবাণুনাশক হিসাবে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। লেমনগ্রাস অয়েল এ বিদ্যমান অ্যাসেন্সিয়াল অয়েল জীবাণুনাশক, অ্যান্টিঅক্সিডেন্টে এবং প্রদাহনিবারক গুণাগুণ রয়েছে। হামদর্দ হ্যান্ড স্যানিটাইজার (Hand Sanitizer) যে কোন সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হামদর্দ হ্যান্ড স্যানিটাইজার (Hand Sanitizer) বিরক্তিকর প্রভাব যথা চুলকানী, জ্বালা-পোড়া, ত্বকের প্রদাহ থেকে মুক্ত।

আরও পড়ুন – অ্যাডাল-২৯ (মূত্রনালীর সংক্রমণ)

উপাদান : প্রতি মিলিতে রয়েছে-

উন্ডওয়ার্ট (Woundwort) -এর নির্যাস ০.৯৫ মিলি যা ৭৫% আইসোপ্রোপাইল অ্যালকোহলে দ্রবীভূত এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

ব্যবহারবিধি : সুবিধাজনক পরিমাণ হাতের তালুতে নিয়ে শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভালোভাবে উভয় হাত এবং কব্জির সকল অংশে মেখে জীবাণুমুক্ত করতে পারেন।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় ব্যবহারে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন – অ্যাডাল-৭৩ (নখ এবং ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ)

বিশেষ সতর্কতা : দাহ্য পদার্থ ও আগুন থেকে দূরে রাখুন। চোখ, মস্তিস্ক ও মধ্যকর্ন থেকে দূরে  রাখতে হবে। চোখের সংস্পর্শে এলে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : পিইটি বোতলে রয়েছে ২০০ মিলি হ্যান্ড স্যানিটাইজার।

 

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev