বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

হাইড্রোব্রোমিক এসিড ৩

আরোগ্য হোমিও হল / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৬:৫০ পূর্বাহ্ন

হাইড্রোব্রোমিক এসিড

Hydrobromic acid

ডা: উইলিয়াম বরিক

গললহ্বর শুস্ক ও সঙ্কচিত। শ্বাসনলী ও বক্ষে সঙ্কোচন বোধ। মুখমণ্ডল ও ঘাড়ের উপর দিয়া উত্তাপের ঝলকা, স্নায়বিক উত্তেজেনায় টুনটুন শব্দ শুনে। হাত দুইটি ভারী, মনে হয় যেন ঐ অঙ্গটি তাহার নিজের নহে। শীর পীড়া, কর্ণনাদ এবং শির:ঘুর্ণন, বিশেষত: রক্তবহা নাড়ীর সংকোচন ও প্রসারণকার্যের ব্যাঘাতহেতু উদর পীড়ায় উপযোগী। মাত্রা ২০ ফোঁটা।

মাত্রা : ১ম হইতে ৩য় শক্তি। নতুন ঔষধ ব্যবহার করিবে, কারণ ব্রোমিনের শক্তি শীঘ্রই নষ্ট হইয়া যায়।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev