হাইড্রোক্যাফালাস বা মস্তিকে জল-সঞ্চয়
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচায্য
হাইড্রোক্যাফালাস বা মস্তিকে জল-সঞ্চয় : মস্কিষ্ক সিএসএফ নামের এক ধরনের তরলের মধ্যে ভাসতে থাকে, মস্কিষ্ক সিএসএফ পরিমাণ বেড়ে যায়, মস্কিষ্ক সিএসএফ পরিমাণ বেড়ে মাথার আকৃতি বড় হতে পারে, ইহার ফলে চোখের দৃষ্টি কমে গিয়ে অন্ধত্ব হতে পারে, রোগীর স্মরণশক্তি ভীষণভাবে কমে যায়, এ অসুখের ফলে রোগীর মৃত্যুও হতে পারে।
মস্তিকে জল-সঞ্চয় (Hydtocephalus) ভূমিষ্ঠ হইবার পর বৎসরকাল মধ্যে মস্তকে শোথ হইয়া আট-দশ বৎসর পর্য্যন্ত স্থায়ী হইতে পারে। শিশু বেশ স্তন্যপানাদি করে, অথচ শীর্ণ হইতে থাকে, ক্রমে মাথাটি বড় হয়। শিশুকে বৃদ্ধের মত দেখায়, সর্ব্বদা শুইয়া থাকিতে চায়, ইন্দ্রিয়াদি অবশ হইতে থাকে, অবশেষে মৃত্যু ঘটে।
ক্যাল্কেরিয়া কার্ব্ব 30 শক্তি, ক্যাল্কেরিয়া ফস 3০ শক্তি, সাইলিসিয়া 3০ শক্তি,, সিপিয়া 3০ শক্তি, সালফার 3০ শক্তি ইহার উৎকৃষ্ট ঔষধ। অসাড় অবস্থা, প্রস্রাব বন্ধ এবং ফল ছাড়া কিছুই খাইতে চাহে না। এই অবস্থায় হেলিবোরাস 3 শক্তি প্রযোজ্য।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।