হাইড্রোকোটাইল Q
Hydroctyle Q
ক্যাটাগরি : বাংলাদেশ।
প্রস্তুত প্রণাণী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
উপদান : হাইড্রোকেটাইল এশিয়াটিকা (থানতুনি) Q ও অন্যান্য সহযোগী উপাদানে প্রস্তুত।
কার্যকারিতা : আমাশয় ও ডায়রিয়াসহ যাবতীয় পেটের পীড়ায় অত্যান্ত কার্যকর। মুখমন্ডল, নাক ও কর্নের উপর বিভিন্ন চর্মরোগ যেমান- কুষ্ঠ, আলসার, একজিমা, চুলকানী প্রভৃতিতে হাইড্রোকোটাইলস অত্যান্ত ফলপ্রদ। স্নায়ু ও স্মৃতি শকিক্তর বৈকল্য, জরায়ু ও ডিম্বাশয়ের প্রদাহ, ছানিসহ অন্যান্য চোখের রোগে এটি ব্যবহৃত হয়।
সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক : প্রাপ্ত বয়স্করা ১ চা-চামচ ও শিশুদের ক্ষেত্রে ১/২ চা-চামচ করে দিনে ৩ বার খাবার পর অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নির্দেশ অনুযাযী সেবন করতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া : হাইড্রোকোটাইল সেবনে কোন পাার্শ্বপ্রতিক্রিয়া নেই।
সর্তকতা : সুগন্ধ-দুগন্ধ, আলো থেকে দুরে, ঠান্ডা ও শুস্ক স্থানে এবং শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।