স্যার্কোল্যাকটিক এসিড (Sarcolactic Acid)
ডা: ইউলিয়াম বরিক।
পেশির অবসাদকালে পেশীতত্ততে এই এসিড গঠিত হয়। ইহা দ্রবীভূত আলোকের সহিত সম্বন্ধে সাধারণ ল্যাকটিক এসিড হইতে বিভিন্ন। ইহা সাধারণ ল্যাকট্রিক এসিড হইতে অধিকতার বিস্তৃত ক্ষেত্রের এবং বিভিন্ন উইলিয়াম বি, গ্রিগস এম ডি ইহা পরীক্ষা করেন। ইহা ইনফ্লুয়েঞ্জার ভীণ প্রকৃতি মহামারীতে বিশেষ উপযোগী, বিশেষতঃ প্রবল বমনভাব ও অথিশয় অবসাদসহ ইনফ্লুয়েঞ্জার আর্সেনিক বিলফ হইলে ইহা ব্যবহার্য। মেরুদণ্ডের স্নায়বিক দুর্বলতা, পেশীর দুর্বলতা, হৃৎবেষ্টের দুর্বলতাসহ শ্বাসকৃচ্ছ্রতা।
সাধারণ লক্ষণ- পেশী সংক্রান্ত অবসাদসহ ক্লান্তি বোধ, কোনপ্রাকার পরিশ্রমে বৃদ্ধি। সর্বাঙ্গে টাটানি বোধ, সন্ধ্যাকালে অধিক। রাত্রিকালে অস্থিরতা। সহজে নিদ্রাভিশূত হইতে পারে না। প্রাতঃকালে জাগরিত হইলে ক্লান্তি অনুভব ।
গলগহ্বর : গলকোষে আকুঞ্চন। গলকোষের উর্দ্ধে টান টানভাবসহ গলবেদনা। গলার ভিতর সুড়সুড়ি।
পাকস্থলী : বমি বমিভাব। জলপান করিলেও উহা বমিত হইয়া যায়, তৎপর নিরতিশয় দুর্বলতা।
পৃষ্ঠদেশ ও হস্ত-পদাদি : পৃষ্ঠ, গ্রীবা ও স্কন্ধে ক্লান্তি বোধ। পক্ষাঘাতিক দুর্বলতা। লিখিতে গেলে অতি সহজে কব্জি দুর্বল হইয়া পড়ে। সিঁড়িতে উঠিতে অত্যান্ত ক্লান্তি বোধ। উরু ও পায়ের ডিমে অড়ষ্টতা। মনে হয় যেন বহুদ্বয় আর শক্তি নাই। পায়ের ডিমে খিল ধরে।
মাত্রা : ৬ষ্ঠ হইতে ৩০শ শক্তি। ১৫x শক্তি বিশেষ ক্রিয়াকর (গ্রিগস)।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।